Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কোহলির ৪০ শূন্য, সিরিজ অস্ট্রেলিয়ার

টানা ২ ম্যাচ শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ছবি : ক্রিকইনফো
টানা ২ ম্যাচ শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

রেকর্ডের মুকুটে অনেক পালক আছে বিরাট কোহলির। এর মাঝে আছে একটা কাঁটাও। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটা ছিল তার।

সেটা সমৃদ্ধ হলো আরও। আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন তিনি। ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথমবার এই সংস্করণে পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হলেন। তিন সংস্করণ মিলিয়ে ৬১৯ ইনিংসে এ নিয়ে ৪০ বার শূন্য রানে আউট হলেন কোহলি।

এ তালিকায় দ্বিতীয় শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। ৩৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ৩৫ বার শূন্য রানে আউট হয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন জাশপ্রীত বুমরা।

২২৪ দিন বিরতির পর কোহলি ফিরেছিলেন ওয়ানডেতে। পার্থে ১৯ অক্টোবর (রবিবার) প্রথম ওয়ানডেতে ৮ বলে শূন্য রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরেছিলেন কোহলি। অ্যাডিলেডে আজ দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য রানে আউট হন কোহলি! আজ চারটি বল কম খেলেছেন তিন। পেসার জেভিয়ার বার্টলেটের বলে আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে।

কোহলি ব্যর্থ হলেও রোহিত শর্মা করেছিলেন ৯৭ বলে ৭৩ রান। এছাড়া শ্রেয়াস আয়ারের ৬১ আর অক্ষর প্যাটেলের ৪৪-এ ভারত পায় ৯ উইকেটে ২৬৪ রানের পুঁজি। জববে ৪৬.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০’তে নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

কুপার কনোলি অপরাজিত ছিলেন ৫৩ বলে ৬১ রানে। ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর ও হার্ষিত রানা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত