আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকে এলোমেলো হচ্ছে রেকর্ডের পাতা। কোথায় কে কোন রেকর্ড গড়ছেন হিসাব রাখা কঠিন। এবার মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ।
সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে ৭ আগস্ট টি-টোয়েন্টি সিরিজে ভুকুসিচ নেতৃত্ব দিয়েছেন ক্রোয়েশিয়ার। তাতেই হয়ে গেছে রেকর্ডটা। ম্যাচের দিন তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তার চেয়ে কম বয়সী অধিনায়ক ছিলেন না আর কেউ। অথচ এই বয়সে ভোটারও হওয়া যায়না ফুটবল কিংবদন্তি লুকা মদরিচের দেশ ক্রোয়েশিয়ায়।
ব্যালন ডি’অর জয়ী মদরিচ আর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় ফুটবল দুনিয়ায় সমীহ জাগানিয়া নাম ক্রোয়েশিয়া। এবার ১৭ বছরের ক্রিকেট অধিনায়ক অন্যভাবে এনে দিলেন দেশটির পরিচিতি। একই দিনে ভুকুসিচের নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, সাইপ্রাসের কাছে তার দল হেরেছে দুই ম্যাচেই।
ভুকুসিচের আগে রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
সবচেয়ে কম বয়সে অধিনায়ক
অধিনায়ক | দেশ | বয়স | সংস্করণ |
জ্যাক ভুকুসিচ | ক্রোয়েশিয়া | ১৭ বছর ৩১১ দিন | টি-টোয়েন্টি (২০২৫) |
নোমান আমজাদ | ফ্রান্স | ১৮ বছর ২৪ দিন | টি-টোয়েন্টি (২০২২) |
কার্ল হার্টমান | আইল অব মান | ১৮ বছর ২৭৬ দিন | টি-টোয়েন্টি (২০২৩) |
লুসানজুন্দুই এরডেনবুলগান | মঙ্গোলিয়া | ১৮ বছর ৩২৪ দিন | টি-টোয়েন্টি (২০২৩) |
রশিদ খান | আফগানিস্তান | ১৯ বছর ১৬৫ দিন | ওয়ানডে (২০১৮) |