বিশ্বকাপের প্রস্তুতিতে জাতীয় নারী দলের ক্রিকেটাররা খেলছেন প্রস্তুতি ম্যাচ। চ্যালেঞ্জ কাপ নামে সেই টুর্নামেন্টে রাখা হয়েছে অনূর্ধ্ব-১৫ দলের কিশোরদের। সেই কিশোরদের কাছে আজ পাত্তাই পাননি নিগার সুলতানা জ্যোতি-শারমিন সুলতানাদের নিয়ে গড়া মেয়েদের লাল দল।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রান তোলে অনূর্ধ্ব-১৫ দল। সর্বোচ্চ ৪৬ রান করেন বায়েজিদ বোস্তামি। ৪৪ করেন আফজাল হোসেন। জবাবে ৫০ ওভারের ম্যাচে ৩৮ ওভারেই ৯৪ রানে অলআউট নিগাররা। বিকেএসপিতে এক শর নিচে গুটিয়ে তারা হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে।
উদ্বোধনী জুটিতে ১৫.২ ওভারে ৫০ রান করেন ইসমা তানজিম (১৬) ও শারমিন সুলতানা (২০)। এরপর ৫০ থেকে ৫৩—এই ৩ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলেন জ্যোতিরা।
শেষ ৪৪ রান তুলতেই ১০ উইকেট হারিয়েছে মেয়েরা। ৯৪ রানের ইনিংসের সর্বোচ্চ ২১ রান আসে অতিরিক্ত খাতে। ২০ রান করেন শারমিন সুলতানা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আউট হন ০ রানে।
আলিমুল ইসলাম আদিব ১২ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট তারিক ও জাহিনের।