Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪
Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪

বর্ষবরণে প্রস্তুত চারুকলা

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই নতুন বছরকে স্বাগত জানাবে বাঙালিরা। ছবি : সকাল সন্ধ্যা
নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবারই সবচেয়ে বড় আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ছবি : সকাল সন্ধ্যা
চারুকলার উদ্যোগে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি নানা উপকরণে এখন দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের ছোঁয়া। ছবি : সকাল সন্ধ্যা
শোভাযাত্রার খরচ যোগাড় করতে বিক্রিও করা হয় এসব মুখোশ। ছবি : সকাল সন্ধ্যা
দেয়াল, মুখোশ, মাটির সরা, প্রাণীর কাঠামো, ফুল, পাখি সবই এখন রাঙিয়ে তোলা হচ্ছে তুলির আঁচড়ে। ছবি : সকাল সন্ধ্যা
একের পর এক মুখোশ বানিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। এসব মুখোশ ব্যবহারের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানানো হবে নতুন বছরকে। ছবি : সকাল সন্ধ্যা
বর্ষবরণকে ঘিরে চারুকলার দেয়ালও রাঙানো হয়েছে নতুন রূপে। দেয়ালচিত্রে ফুটে উঠেছে সিনেমা ‘বেদের মেয়ে জোসনার’ দৃশ্য। ছবি : সকাল সন্ধ্যা
ঝুুলে থাকা লক্ষ্মীপেঁচা বা পাখির মুখ, কোনটা নেওয়া যায়, তাই যেন দেখছেন দুই তরুণী। ছবি : সকাল সন্ধ্যা
চরকি, টেপা পুতুল আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। বৈশাখের দিনে অনেকের হাতেই দেখা যাবে এসব। ছবি : সকাল সন্ধ্যা
শাড়ি-চুড়ি ছাড়া আবার বৈশাখের সাজ পূর্ণ হয় নাকি। শিশুটিই বা সে সাজ থেকে বাদ যাবে কেন। ছবি : সকাল সন্ধ্যা
দেয়ালচিত্রে উঠে এসেছে আরও অনেককিছু। এখানে অ আ পড়িয়ে মানুষ বানানোর কাজটি করছে একটি শিয়াল। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন