Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

গাজার জন্য ঢাকায় বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। ছবি : সকাল সন্ধ্যা
একই দাবিতে বিক্ষোভ হচ্ছে ঢাকাতেও। বৃহস্পতিবার ‘মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র-জনতার মিছিল’ ব্যানারে শুরু হয় বিক্ষোভ মিছিল। ছবি : সকাল সন্ধ্যা 
এদিন ফিলিস্তিনের পতাকাসহ প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে দূতাবাসের দিকে এগোতে থাকে বিক্ষোভকারীরা। ছবি : সকাল সন্ধ্যা
‘ফিলিস্তিনকে মুক্ত কর’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’ স্লোগানও দিতে দেখা যায় তাদের। ছবি : সকাল সন্ধ্যা
উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। ছবি : সকাল সন্ধ্যা
পরে সেখানেই অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারীরা। ছবি : সকাল সন্ধ্যা
সাত মাসের বেশি সময় ধরে চলা গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ১৯ লাখ মানুষ। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন