Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া।
[publishpress_authors_box]

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মঙ্গলবার বিকালে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, যিনি ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেয়।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন সকাল সন্ধ্যাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা সকালে জামিনের বিষয়ে শুনানি করি। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করে।

“এরই মধ্যে জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। আশা করি, আজকের মধ্যে তিনি কারামুক্ত হবেন।”

প্রথম আলো জানিয়েছে, নুসরাত ফারিয়া মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

যে অভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটে, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই আন্দোলন শুরুর পর তা দমনে খড়গহস্ত হয়েছিল আওয়ামী লীগ।

তখন হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতনের ঘটনায় পরে অনেক মামলা হয়। বেশ কয়েকটি মামলায় বিভিন্ন শিল্পী-কলাকুশলীদেরও আসামি করা হয় ‘আওয়ামী লীগের দোসর’ হিসাবে।

ভাটারা থানায় তেমন একটি হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা জায়েদ খান, সাইমন সাদিকের পাশাপাশি নুসরাত ফারিয়াকেও আসামি করা হয়।

ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার সেই মামলায় রবিবার নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের ওপর গুলি চালানো হয়। এসময় এনামুল হকের পায়ে গুলি লাগে।

পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন তিনি।

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরদিন সোমবার তাকে কড়া পুলিশি নিরাপত্তায় ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয়।

সেসময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া এই অভিনেত্রীকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী কারাগারে আটক রাখার পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ ও মোর্শেদ আলম শাহিন তার জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা জানান, নুসরাত ফারিয়া গত ৯ জুলাই বাংলাদেশ থেকে কানাডা যান। ১৪ আগস্ট দেশে ফেরেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টও দেন।

উভয় পক্ষের শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

একই সঙ্গে হত্যাচেষ্টার ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কি না, আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন কি না, তা উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়ারও আদেশ দেওয়া হয়।

সেই প্রতিবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নুসরাত ফারিয়ার জামিন আবেদন বিষয়ে শুনানির দিন ধার্য করে আদালত।

তার দুদিন আগেই জামিন দেওয়া হলো নুসরাত ফারিয়াকে। তাকে গ্রেপ্তার নিয়ে সমালোচনা করছিলেন অনেকেই।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত