Beta
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে শীর্ষেই পিএসজি

33
[publishpress_authors_box]

ফ্রেঞ্চ লিগে হারের মুখে ছিল পিএসজি। স্ট্রাসবুর্গের বিপক্ষে একটা সময় পিছিয়ে ছিল ৩-১ গোলে। রোমাঞ্চকর প্রত্যাবর্তনে ৩-৩ সমতায় তারা শেষ করে ম্যাচটা। এই ড্রতে লিগে শীর্ষেই রইল পিএসজি।

৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ। এক ম্যাচ কম খেলে দুই দলেরই পয়েন্ট ১৫। নিজেদের ম্যাচ জিতলে পিএসজিকে পেছনে ফেলার সুযোগ থাকবে তাদের।

শুক্রবার ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ। দুয়েরই বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি। 

বিরতির ঠিক আগে স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন দিয়েগো মোরেইরা। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার আলতো শট পিএসজি গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। 

বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় পানিচেলির দ্বিতীয় গোলে ব্যবধান ৩-১ করে তারা।

৫৮ মিনিটে গোলরক্ষক পেন্ডার্সের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নিখুঁত স্পট কিক থেকে গোল করেন গঞ্জালো রামোস। ম্যাচের ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি। আগের দুটি ম্যাচে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে তারা। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত