মৌসুম শুরুর আগে একাধিক প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয় ইউরোপিয়ান ক্লাবগুলো। এবার ক্লাব বিশ্বকাপের জন্য সেই সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদ। শুক্রবার লেগানেসের সঙ্গে খেললেও সেটা ঠিক প্রস্তুতি ম্যাচ ছিল না।
১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম খেলার আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে জাবি আলনসোর দল। আজ (মঙ্গলবার) রাতে সেই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রিয়ান প্রতিপক্ষ তাইরল।
চোটের জন্য এই ম্যাচে নেই বেলিংহাম, মেন্দি, কামাভিঙ্গা, ভালভের্দে ও এনদ্রিক। ৪-৩-৩ ছকে রিয়ালের চার ডিফেন্ডার হতে পারেন আরনল্ড, মিলিতাও, হাউসেন ও ক্যারারেস। মাঝমাঠে কাবায়োস, চুয়ামেনি ও গুলের। আর আক্রমণভাগে এমবাপ্পে, ভিনিসিয়ুস ও গার্সিয়া।
গত মৌসুমে পিচিচি ও ইউরোপিয়ান গোল্ডে শু জেতা এমবাপ্পে এবারও চাইবেন নিজেকে মেলে ধরতে। গতবার নিষ্প্রভ থাকা ভিনিসিয়ুসও চাইবেন নিজেকে মেলে ধরতে।
আরেক ব্রাজিলিয়ান রোদ্রিগো অবশ্য এখনও নিশ্চিত নন রিয়ালে। গুঞ্জন আছে ম্যানচেস্টার সিটি চায় তাকে। বিশেষ করে সাভিনিয়ো আর গ্রিয়েলিশকে ছেড়ে দেওয়ায় সেই জায়গায় রোদ্রিগোর কথা ভাবারই কথা পেপ গার্দিওলার।
এমন গুঞ্জনের মাঝে রোদ্রিগো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘হালা মাদ্রিদ।’’ অর্থাৎ রিয়ালেই থাকতে চান এই ব্রাজিলিয়ান।