Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

টানা ৯ ম্যাচে গোলের পর ইনজুরিতে এমবাপ্পে

m1
[publishpress_authors_box]

ক্যারিয়ারের সেরা ছন্দে এখন কিলিয়ান এমবাপ্পে। দেশ ও ক্লাবের হয় টানা নবম ম্যাচে গোল করলেন তিনি, ক্যারিয়ারে এমন কিছু করলেন এই প্রথম। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে ৮১ মিনিটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। অপর দুই গোল ভিনিসিয়ুস জুনিয়রের।

এই জয়ে আতলেতিকোর বিপক্ষে আগের ম্যাচে ৫ গোল হজমের ধাক্কা কাটাল রিয়াল। তবে তারা আরেক ধাক্কা খেয়েছে এমবাপ্পে ইনজুরিতে পড়ায়। ৮১ মিনিটে গোলের দুই মিনিট পরই মাঠ ছেড়ে যান তিনি।

এই চোটে ফ্রান্স জাতীয় দলের হয়ে এমবাপ্পে খেলতে পারবেন কিনা নিশ্চিত নন রিয়াল কোচ জাবি আলোনসো, ‘‘জানি না ও শুক্রবার ও বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে খেলতে পারবে কিনা। তবে কিছুটা অস্বস্তি আছে ওর, আশা করছি এটা গুরুতর কিছু না।’’

এই জয়ে ৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া বার্সা এখন দুইয়ে। তবে নিজেদের পরের ম্যাচে জিতলেই শীর্ষে ফিরবে তারা।

জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস।

প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় রিয়াল, এর সাতটি ছিল লক্ষ্যে। ভিয়ারিয়ালের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে। ৪৭তম মিনিটে প্রথম গোল পায় রিয়াল। এমবাপ্পের ফ্লিকে বাইলাইনের কাছে বল পেয়ে বল পায়ে ডি বক্সের ভেতরে ঢুকে শট নেন ভিনিসিয়ুস, যা সান্তি কোমেসানার পায়ে লেগে দিক বদলে জড়ায় জালে।

৬৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। ডিবক্সে ফাউলের শিকার হয়েছিলেন তিনি। এতদিন রিয়ালের পেনাল্টি এমবাপ্পে নিলেও শনিবার স্পট কিক নেন ভিনিসিয়ুস। ৭৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্যবধান কমান জর্জেস মিকাউতাদসে

৭৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। ভিনিসিয়ুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরিনো। এর চার মিনিট পর ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে ব্যবধান ৩-১ করেন এমবাপ্পে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত