Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হাসিনা পরিবারের কেউ ভোট দিতে পারবেন না : ইসি

প্রধানমন্ত্রী
২০২৪ সালের জানুয়ারিতে স্বজনদের সঙ্গে নিয়ে ভোট দিয়েছিলেন শেখ হাসিনা। তার সাত মাসের মাথায় অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে এখন বিদেশে তিনি। ফাইল ছবি
[publishpress_authors_box]

ক্ষমতা হারিয়ে বিদেশে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদকে উদ্ধৃত করে ঢাকা পোস্ট বুধবার এই খবর দিয়েছে।

তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র লকড থাকায় সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা বিদেশে থেকে ভোট দিতে পারবেন না।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে ক্ষমতা হারিয়ে এখন ভারতে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার পরিবারের অন্য সদস্যদের সবাই রয়েছেন দেশের বাইরে।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। সেই নির্বাচনে প্রবাসীদের ভোটগ্রহণের ব্যবস্থাও এবার করছে নির্বাচন কমিশন।

ইসি সচিব বলেন, যাদের এনআইডি লকড আছে, তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ এনআইডি লক থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না।

শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “উনার তো এনআইডি লক আছে। যাদের এনআইডি লক আছে, তারা ভোট দিতে পারবেন না।”

বিভিন্ন মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি গত এপ্রিলে লক করা হয়।

তার পরিবারের অন্য যাদের এনআইডি লক করা হয়, তারা হলেন- ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিক।

প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে। তাই যার এনআইডি লকড থাকবে তিনি নিবন্ধন করতে পারবেন না বলে ভোটও দিতে পারবেন না।

পালিয়ে বিদেশে রয়েছেন, এমন কারও ভোট দিতে সমস্যা নেই বলে জানান ইসি সচিব। তিনি বলেন, এনআইডি আনলকড অবস্থায় থাকলে ভোট দিতে পারবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত