Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ওয়ানডেতে বাদ নাঈম-রানা, নতুন মুখ মাহিদুল

ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
[publishpress_authors_box]

আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার কোপটা পড়ল ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার নাহিদ রানার ওপর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন দুজন।

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। ২১ ও ২৩ অক্টোবর হবে পরের দুই ম্যাচ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টিগুলো হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ২৪ বল খেলে ৭ রান করেছিলেন নাঈম। সেই ম্যাচে ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাহিদ।

বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম।

চোটের কারণে লিটন দাস নেই এবারও। দলে ফিরেছেন সৌম্য সরকার। ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে আরব আমিরাতে যেতে পারেননি তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ৭৬ ওয়ানডের ক্যারিয়ারে তার রান ২১৯৮।

প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম। মাহিদুল এর আগে টেস্ট খেলেছেন একটিই। গত বছর অক্টোবরে খেলা সেই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ২৯ রান। লিস্ট ‘এ’তে ৪ সেঞ্চুরিসহ তার রান ৩৪২৯।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত