র্যাঙ্কিংয়ে হংকং চায়না এগিয়ে বাংলাদেশের চেয়ে। ব্রাজিল, জার্মানি, ক্যামেরুনসহ একাধিক দেশের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে তারা। তারপরও ঢাকা জাতীয় স্টেডিয়ামে পাল্লা দিয়ে খেলেছে বাংলাদেশ। নিজেদের ভুলে শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা হামজা চৌধুরীরা হেরেছেন ৪-৩ গোলে।
একাদশ গঠন কিংবা কৌশল নির্ধারণে কোচ হাভিয়ের কাবরেরা সমালোচনা চলছে ম্যাচ শেষের পর থেকে। আর হারের দায়টা নিজের কাঁধেই নিলেন কাবরেরা, ‘‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই। আমরা সুযোগ পেয়ে পয়েন্ট নিতে পারিনি। এই হারের কারণ বুঝিয়ে বলা কঠিন, তবে শুরুটা ভালোই ছিল। গুছিয়ে উঠতে আমাদের কিছুটা সময় আমার এখানে আসার পর থেকে সম্ভবত এটিই সবচেয়ে ভালো প্রথমার্ধ ছিল।’’
এশিয়ান বাছাইয়ে এখনও বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়নি বলে মনে করেন কাবরেরা, ‘‘আমাদের এখনও সুযোগ আছে। সামনে হংকংয়ের সঙ্গে আরেকটা ম্যাচ আছে। যদি আমরা সেটা জিততে পারি, তাহলে আবারও আমরা গ্রুপের শীর্ষে তিনের মধ্যে চলে আসবো।’’
ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রশ্ন করা হয়েছিল, কাবরেরাকে এরপরও বাংলাদেশের কোচ হিসেবে দেখা যাবে কি না? জবাবে তাবিথ বলেছেন, ‘‘এখন এগুলো নিয়ে মন্তব্যের সময় না। ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ–পরবর্তী একটি ব্রিফিং হবে। তখন বিস্তারিত কথা বলব।’’
একটা সময় বাংলাদেশ পিছিয়ে পড়েছিল ৩-১ গোলে। সেখান থেকে সমতা ফেরে ৩-৩’এ। এরপর শেষ বেলার গোলে হার ৪-৩ গোল। এভাবে ম্যাচে ফিরে আসাটাকে মানসিক উন্নতি দেখছেন তাবিথ, ‘‘একটা ম্যাচে সাত গোল হয়েছে। এটা অবশ্যই একটি বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফিরেছে বাংলাদেশ, এটিও মানসিকভাবে বড় উন্নতি। আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে।’’