স্প্যানিশ জাতীয় দলে একইসঙ্গে খেলেছেন জাবি আলোনসো ও জাভি এর্নান্দেস। জাভি ক্লাব ফুটবলে আলো ছড়িয়েছেন রিয়াল মাদ্রিদ। আর জাভি এর্নান্দেস তো কিংবদন্তিই হয়ে গেছেন বার্সেলোনার। অবসরের পর দুজনই বেছে নিয়েছেন কোচিং। জাভি এর্নান্দেস কোচ ছিলেন নিজের প্রিয় ক্লাব বার্সার। আর জাবি এখন দায়িত্বে বেয়ার লেভারকুসেনের।
অনেক দিন ধরে রিয়ালের কোচ হওয়ার গুঞ্জন ছিল জাবিকে ঘিরে। সেটাই সত্যি হতে চলেছে এবার। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ আজ জানিয়েছে কার্লো আনচেলত্তির জায়গায় আগামী মৌসুমে রিয়ালের কোচ হতে যাচ্ছে জাবি। বার্সা ছাড়ার পর জাভি এর্নান্দেস আবার বিশ্রামেই আছেন। সম্প্রতি ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের কোনো ক্লাবের বদলে ইংলিশ প্রিমিয়ার লিগের দলে যোগ দেওয়ার ইচ্ছেটা জানিয়ে রেখেছেন তিনি।
মার্কা জানাচ্ছে, সান্তিয়াগো বার্নাব্যুতে ২৫ মে রাতে শেষবার রিয়ালের ডাগআউটে থাকবেন আনচেলত্তি। লা লিগায় এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে এ দিন সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল। ক্লাবের হয়ে রেকর্ড ১৫ শিরোপাজয়ী আনচেলত্তিকে সংবর্ধনাও দেওয়া হবে সেদিন।
এরপর আনচেলত্তির উত্তরসূরি হতে চলেছেন জাবি আলোনসো। তিন মৌসুমে ক্লাবটিকে তিনটি শিরোপা এনে দিয়েছেন তিনি। আলোনসো আসার আগে এই শতাব্দীতে লেভারকুসেন ছিল শিরোপাশূন্য।
লেভারকুসেনের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি আছে আলোনসোর। আনচেলত্তির সঙ্গেও রিয়ালের চুক্তি সেই সময় পর্যন্ত। তবে দুজনই ক্লাব ছাড়বেন মেয়াদ শেষ হওয়ার আগে। রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আনচেলত্তি। এতদিন রিয়াল তাকে বাধা দিলেও এখন সরে এসেছে নিজেদের অবস্থান থেকে। আনচেলত্তির রিয়াল ছাড়াটা আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের সময়েই সমঝোতা হয়েছিল।
থাকবেন না ক্লাব বিশ্বকাপে
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠ দাপিয়েছেন জাবি। রিয়ালে আলোনসো সর্বশেষ খেলেছেন আনচেলত্তিরই অধীন। ১১ বছর পর সেই ক্লাবে ফিরছেন প্রধান কোচের ভূমিকায়। তার চুক্তি হবে তিন বছর।
তার সহকারী হিসেবে দেখা যেতে পারে সেবাস্তিয়ান পারিয়া ও আলবার্তো এনসিনাসকে। আর্জেন্টাইন পারিয়া ও স্প্যানিশ এনসিনাস লেভারকুসেনেও আলোনসোর সহকারী হিসেবে কাজ করছেন। বোর্নমাউথের সেন্টারব্যাক ডিন হুইসেনকে কিনতে পারেন আলোনসো। তার ভাবনায় আছেন মার্তিন জুবিমেন্দি ও ফ্লোরিয়ান ভির্টৎসও।
জুনে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে অবশ্য আলোনসো থাকবেন না। আগস্টে ২০২৫-২৬ মৌসুমের শুরু থেকে রিয়ালের দায়িত্ব নিবেন তিনি। ক্লাব বিশ্বকাপে রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সান্তিয়াগো সোলারি।
জাভির পছন্দ প্রিমিয়ার লিগ
এদিকে জাবির সাবেক সতীর্থ জাভি এর্নান্দেস কোচিংয়ে ফেরা নিয়ে ‘দ্য অ্যাথলেটিক’কে বলেছেন, ‘‘কোনো তাড়াহুড়ো নেই আমার। আমি ভালো একটি প্রকল্প চাই। আমি প্রিমিয়ার লিগে কাজ করতে চাই, সেখানকার উন্মাদনা আমার ভালো লাগে। স্পেনে, সবকিছুই ফলাফল কেন্দ্রিক।”
একটা মৌসুম খারাপ কাটানোয় সমালোচনা হচ্ছে আনচেলত্তির। সে কথা তুলে ধরেছেন জাভিও, ‘‘আনচেলত্তির ক্ষেত্রে কী হয়েছে, লোকে তার সমালোচনা করছে। এটা অন্যায়। তিনি ১০ বছরে ৩০টি ট্রফি জিতেছেন এবং তাকে এমনভাবে সমালোচনা করা হচ্ছে যেন তিনি কিছুই জেতেননি। স্পেনে চাপটা বেশি, বিশেষ করে বার্সা ও মাদ্রিদে।”
ভবিষ্যতে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি জাভি।