ভিয়েতনামে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই শুরু হবে সেপ্টেম্বরে। তারই প্রস্তুতিতে বাহরাইনে দু’টি প্রীতি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ। সোমবার বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ০-১ গোলে। ক্লোজড ডোর ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল হজম করেছিল বাংলাদেশ।
এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের। খেলেছেন আরেক প্রবাসী তানিল সালিকও। ডিফেন্ডার জায়ান আহমেদ ছিলেন মূল একাদশে। ম্যাচ শেষে বাফুফে নিজেদের ফেইসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে জায়ান বলেছেন, ‘‘আমরা ভালো খেলেছি। তিন-চারটা ভালো সুযোগ ছিল। ম্যাচটি প্রায় সমতা ছিল। দশের মধ্যে নিজেকে সাড়ে সাত দেব। কিছু ভালো অ্যাসিস্ট ছিল, চেষ্টা করেছি। পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব।’’
নিজেকে সাড়ে সাত দিলেও দলকে দশে আট দিয়েছেন জায়ান, ‘‘টিম পারফরম্যান্স দশের মধ্যে আট বলব। আমরা গোলের সুযোগ পেয়েছি। ভিয়েতনামের জন্য আমরা অনেক কষ্ট করছি-অনুশীলন, ভিডিও, মিটিং। আমাদের দলটা ভালো।’’
জায়ানের বাবা শরিফ আহমেদ নব্বই দশকের শুরুতে তখনকার শীর্ষ লিগ ঢাকা প্রথম বিভাগ ফুটবলে ইস্কাটন সবুজ সংঘের হয়ে দুই বছর খেলেছেন। বাবার পথ ধরেই ছেলের ফুটবলে আসা।
জায়ান খেলেন লেফট ব্যাক হিসেবে। ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে স্পেন, ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়েও অভিষেক হল জায়ানের।