লা লিগায় চমক দেখাল সেভিয়া। নিজেদের মাঠে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিল তারা। গোল করেছেন আলেক্সিস সানচেজ, আইজ্যাক রোমেরো, হোসে কারমোনা ও আকোর অ্যাডামস। বার্সেলোনার একমাত্র গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড।
এই হারে মৌসুমের প্রথম পরাজয় দেখল হানসি ফ্লিকের দল। বার্সেলোনা এখন লিগ তালিকায় দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে সেভিয়া উঠে গেছে চতুর্থ স্থানে।
ম্যাচের শুরু থেকেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। প্রথম দিকে রোমেরোকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া, সেটি থেকে গোল করেন আলেক্সিস সানচেজ। এর পরপরই রোমেরো দুইটি সুযোগ নষ্ট করলেও তৃতীয়বার গোল করতে ভুল করেননি। রুবেন ভার্গাসের পাস থেকে নিচু শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে জেগে ওঠে বার্সেলোনা। পেদ্রির ক্রস থেকে ভলিতে গোল করে ব্যবধান কমান র্যাশফোর্ড। বিরতির পর ফ্লিক দলে পরিবর্তন আনেন, কিন্তু তাতেও খেলার চিত্র বদলায়নি।
দ্বিতীয়ার্ধে সমতার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। বদলি হিসেবে নামা আলেহান্দ্রো বালদেকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। কিন্তু রবার্ট লেভান্ডভস্কি স্পটকিকটা নেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। এই মিসের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বার্সেলোনা।
শেষদিকে আরও দুই গোল করে জয়ের ব্যবধান বাড়ায় সেভিয়া। হোসে কারমোনা নিচু শটে গোল করেন, পরে আকোর অ্যাডামস যোগ করেন চতুর্থ গোলটি।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর লা লিগাতেও এমন পরাজয় বার্সেলোনার জন্য বড় ধাক্কা। দলটা ছিল ছন্দহীন, রক্ষণভাগে ছিল বিশৃঙ্খলা, আর সুযোগ নষ্টের দায়ে আবারও হতাশ করলেন লেভান্ডভস্কি।
সবকিছুর মিশেলে বার্সেলোনা ১০ বছরের পুরোনো দুঃস্মৃতি ফেরত পেয়েছে আজ। শেষ দশ বছরে এমন সর্বনাশ আর হয়নি দলটার। সেভিয়ার কাছে তাদের সবশেষ হার ছিল ২০১৫ সালের অক্টোবরে। সেবার নিজেদের মাঠে মেসিহীন বার্সার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল সেভিয়া। এর ১০ বছর পর অবশেষে বার্সাকে হারাতে পারল দলটা।