Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

ss-GOLD-Price-Trend-Dhaka-230424
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়তে শুরু করেছে। গত দুই দিনে ভরিতে মোট এক হাজার ৭৮৫ টাকা বেড়েছে। সবশেষ বিজ্ঞপ্তিতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৭৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রবিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ৯ হাজার ৫১২ টাকা লাগবে; অর্থাৎ এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা (১ ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম)।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটে লাগবে ৯০ হাজার ৭৬৯ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৭৫ হাজার ৪৮৯ টাকায়।

এর আগে টানা আট দফা কমানোর হয়েছিল সোনার দাম। শনিবার আসে দাম বাড়ানোর ঘোষণা।

রবিবার হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে কিনতে ৯ হাজার ৪৪৯ টাকা লেগেছে। এক ভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হয়েছে ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ৯০ হাজার ১৭৪ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৭৪ হাজার ৯৮৮ টাকায়।

সে হিসাবে এক দিনের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭৩৫ টাকা। ২১ ক্যারেটের বেড়েছে ৭০০ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ৫৯৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়েছে ৫০১ টাকা।

এর আগে ১১ দিনে আট দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।

এরপর শনিবার থেকে দাম বাড়ানোর ঘোষণা দিচ্ছে বাজুস। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত