Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতিতে ছেলেদের জয়

IMG_8533
[publishpress_authors_box]

৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ওই আসরের প্রস্তুতি নিতে নারীদের দুই দলে ভাগ করে একটি টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। বিকেএসপিতে হওয়া সেই আসরে তৃতীয় দল হিসেবে যোগ করা হয় অনূর্ধ্ব-১৫ দলকে। অথচ এই টুর্নামেন্ট জিতে নিল কিশোর ছেলেরাই।

বিকেএসপিতে মঙ্গলবার আসরের পঞ্চম ম্যাচ জিতে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৫ দল। মঙ্গলবার সবুজ দলকে সুপার ওভারে হারিয়ে এ সাফল্য পায় কিশোর ছেলেরা। ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮৫ রান তোলে অনূর্ধ্ব-১৫ দল। জবাবে নির্ধারিত ওভারে শেষে নারী সবুজ দল ৬ উইকেট হারিয়ে করে ১৮৫ রান।

সুপার ওভারে ম্যাচ শেষ করতে মাত্র দুই বল লাগে অনূর্ধ্ব-১৫ দলের। ৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নাহিদা আক্তারের দ্বিতীয় বলে ছক্কা মেরে খেলা শেষ করেন দলটির অধিনায়ক বায়েজিদ বোস্তামি। নারী দল ২ উইকেট হারিয়ে সুপার ওভারে ৪ রান করে।

এর আগে কিশোরদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির লাল দল মাত্র ৪৯ রানে অলআউট হয়েছিল। অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে নারী লাল ও সবুজ দল।

বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে কিশোরদের কাছে জাতীয় নারী দলের এমন হারে অবশ্য হতাশ নন জাতীয় নারী দলের কোচ সারোয়ার ইমরান। জানিয়েছেন, “আমাদের জাতীয় দল এই টুর্নামেন্টে দুই ভাগ হয়ে খেলেছে। এতে কম্বিনেশনে কিছু সমস্যা হয়। পুরো দলকে একসঙ্গে পেলে এমন ফল হতো না। আমরা সিলেটে এই অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলবো। তখন নারী ক্রিকেটাররা এক দল হয়েই খেলবে। আশাকরি তখন এভাবে হারতে হবে না। আর ওরা কিশোর হলে কি হবে! বেশ ভালো খেলে। সেটাও মেনে নেওয়া দরকার।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত