আল নাসরকে বিদায় জানিয়ে দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কয়েকটি ক্লাব তাকে পেতে এগিয়ে আসলেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে আল নাসরে থেকে গেছেন রোনালদো। ২০২৭ সাল পর্যন্ত করেছেন নতুন চুক্তি।
সেই চুক্তিতে তার বেতন রীতিমতো আকাশছোঁয়া। ‘দ্য সান’ জানিয়েছে বছরে রোনালদোর বেতন হবে ১৭৮ মিলিয়ন পাউন্ড। স্পোর্টবাইবেলের হিসেবে অঙ্কটা বছরে ১৭২ মিলিয়ন পাউন্ড। সেটা হলেও রোনালদোর বেতন প্রতি সপ্তাহে হবে ৩.৩ মিলিয়ন পাউন্ড। প্রতি দিন সেটা ৪৭১৪২৮ পাউন্ড। আর প্রতি ঘণ্টায় ১৯৬৪২ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় এটা ৩৩ লাখ টাকার বেশি!
দ্যা সানের হিসেবে ঘণ্টায় রোনালদোর বেতন ৩৪ লাখ ২৫ হাজার টাকা। আর মিনিটে ৫৭ হাজার ৩৬ টাকা। শুধু তাই নয় সাইনিং বোনাস হিসেবে রোনালদো পাচ্ছেন ২৪.৫ মিলিয়ন পাউন্ড।
দ্বিতীয় বছর আল নাসরে থাকলে বোনাসের অঙ্কটা বেড়ে হবে ৩৮ মিলিয়ন পাউন্ড। সে সাথে আল নাসরের ১৫ শতাংশ শেয়ারও পাবেন তিনি। এর দাম প্রায় ৩৩ মিলিয়ন পাউন্ড।
বৃহস্পতিবার রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তির কথা জানানো হয়। রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন , ‘‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। একসাথে ইতিহাস তৈরি হবে।’’