Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মারা গেছেন বড়পর্দার ‘জিম মরিসন’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার

val-kilmar
[publishpress_authors_box]

মারা গেছেন হলিউডের স্বর্ণসময়ে ‘টপ গান’ এবং ‘ব্যাটম্যান ফরেভার’ সিনেমায় অভিনয়ের জন্য খ্যাতি পাওয়া অভিনেতা ভ্যাল কিলমার ।

১৯৮০ এবং ৯০ দশকের আরও কিছু বক্স অফিস হিট সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ১৯৯১ সালের ‘দ্য ডোরস’-এ কিংবদন্তি ব্যান্ডের ফ্রন্টম্যান জিম মরিসন চরিত্রে, ওয়েস্টার্ন ‘টম্বস্টোন’ এবং ক্রাইম ড্রামা ‘হিট’ সিনেমাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

কিলমার মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলে তার মেয়ে মার্সিডিজ মার্কিন গণমাধ্যমকে জানান।

তিনি আরও জানান, ২০১৪ সালে তার বাবার গলার ক্যান্সার ধরা পড়েছিল, তবে পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।

ট্র্যাকিওটমি সার্জারির কারণে তার কণ্ঠস্বর ক্ষতিগ্রস্ত হয় এবং তার অভিনয় জীবনের গণ্ডি ছোট হয়ে আসে। তবে ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমাতে টম ক্রুজের সঙ্গে ফাইটার পাইলট আইসম্যানের ভূমিকায় পদায় ফিরে আসেন ভ্যাল কিলমার।

কিংবদন্তী এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘হিট’ সিনেমার পরিচালক মাইকেল মান বলেন, “হিট-এ ভ্যালের সঙ্গে কাজ করার সময় আমি সবসময় তার অভিনয়ের ক্ষমতা দেখে বিস্মিত হয়েছি। ভ্যাল যেভাবে চরিত্রের মধ্যে ডুবে গিয়ে অভিনয় করতেন, তার এই অসাধারণ ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে।”

মাইকেল মান ইন্সটাগ্রামে আরও লিখেছেন, “ভ্যাল দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন এবং তার মনোবল ধরে রেখেছেন। তার মৃত্যুর খবর সত্যিই খুব দুঃখজনক।”

অভিনেতা জোশ গ্যাড ভ্যাল কিলমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “শান্তিতে ঘুমান ভ্যাল কিলমার। আমার শৈশবের অনেক সিনেমার স্মৃতি তৈরি করার জন্য ধন্যবাদ। আপনি সত্যিকারের একজন কিংবদন্তি ছিলেন।”

মার্কিন অভিনেতা জোশ ব্রোলিন কিলমারের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “দেখা হবে বন্ধু। আমি তোমাকে খুব মিস করব।”

তিনি আরও লিখেছেন, “আপনি ছিলেন একজন বুদ্ধিমান, চ্যালেঞ্জিং, সাহসী এবং অসাধারণ সৃজনশীল মানুষ। এখন এই ধরনের মানুষ খুব কমই দেখা যায়।”

অভিনেতা ভ্যাল এডওয়ার্ড কিলমার ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলসের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন এবং বেড়ে ওঠেন।

তার বাবা-মা ছিলেন ‘ক্রিশ্চিয়ান সায়েন্টিস্ট’ মুভমেন্টের অনুসারী।  এটি একটি ধর্মীয় আন্দোলন, যা ১৮৭৯ সালে মেরি বেকার এডি প্রতিষ্ঠা করেন। এর মূল বিশ্বাস হলো, অসুস্থতা এবং অন্যান্য সমস্যা নিরাময়ের জন্য প্রার্থনা এবং আধ্যাত্মিক বোঝাপড়া যথেষ্ট। এই মুভমেন্টের অনুসারীরা বাইবেল এবং মেরি বেকার এডির ‘সায়েন্স অ্যান্ড হেলথ উইথ কি টু দ্য স্ক্রিপচার’ নামক বইটিকে তাদের ধর্মীয় শিক্ষার ভিত্তি হিসেবে বিবেচনা করেন। জীবনের শেষদিন পর্যন্ত কিলমার এই মতাদর্শেরই অনুসারী ছিলেন।

১৭ বছর বয়সে, তিনি বিশ্বের অন্যতম সেরা নাট্য প্রশিক্ষণ কেন্দ্র নিউ ইয়র্কের জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। সেই সময় তিনি ছিলেন ওই স্কুলের সবচেয়ে কম বয়সী ছাত্র ছিলেন।

১৯৮৪ সালে ‘টপ সিক্রেট!’ এবং পরের বছর “রিয়েল জিনিয়াস” নামক সিনেমাগুলোতে অভিনয় করে তিনি পরিচিতি পান। ১৯৮৬ সালে ‘টপ গান’-এ টম ক্রুজের প্রতিদ্বন্দ্বী ‘আইসম্যান’ চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেন। ‘টপ গান’/ সিনেমাটি ১৯৮০ দশকের অন্যতম জনপ্রিয় সিনেমা ছিল।

কিলমার “উইলো” এবং “কিল মি এগেইন”-এর মতো ফ্যান্টাসি এবং ক্রাইম থ্রিলার সিনেমাতে অভিনয় করেন। এই সিনেমাগুলোতে তার সাথে ছিলেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ান হোয়ালি, যাকে তিনি ১৯৮৮ সালে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান ছিল।

গায়ক জিম মরিসনের মৃত্যুর ২০ বছর পর ‘দ্য ডোরস’ সিনেমায় মরিসনের চরিত্রে নিখুঁত অভিনয় করে তিনি তার বহুমুখী প্রতিভার প্রমাণ দেন।

‘টম্বস্টোন’ সিনেমায় বন্দুকযোদ্ধা ডক হলিডে এবং ‘হিট’ সিনেমায় আল পাচিনো ও রবার্ট ডি নিরোর সাথে তার অভিনয়ও তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

মাইকেল কিটনের পর ব্যাটম্যানের ভূমিকায় ১৯৯৫ সালে ‘ব্যাটম্যান ফরেভার’ সিনেমায় অভিনয় করেন কিলমার। সিনেমাটি বক্স অফিসে সফল হলেও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পায়। এরপর কিলমার ব্যাটম্যানের পরের সিনেমা থেকে সরে আসেন।

১৯৯৭ সালে, তিনি লেসলি চার্টারিসের বইয়ের ওপর ভিত্তি করে তৈরি ‘দ্য সেইন্ট’-এ একজন দক্ষ অপরাধী এবং ছদ্মবেশ ধারণে পারদর্শী ব্যক্তির ভূমিকায় অভিনয় করেন। এই বইটি থেকে ১৯৬০ দশকের রজার মুর অভিনীত একটি টিভি শো-ও তৈরি হয়েছিল।

১৯৯১ সালের ‘দ্য ডোরস’-এ জিম মরিসন চরিত্রে অভিনয়কারী ভ্যাল কিলমার।

কিলমার ‘দ্য প্রিন্স অব ইজিপ্ট’ নামের অ্যানিমেটেড সিনেমায় ঈশ্বর এবং মোজেস উভয়ের চরিত্রে কণ্ঠ দেন। ১৯৯৬ সালে ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরো’-তে মারলন ব্র্যান্ডোর পাগলাটে সহকারীর ভূমিকায় অভিনয় করেন, কিন্তু সিনেমাটি হলিউডের অন্যতম ব্যর্থ সিনেমা হিসেবে পরিচিতি পায়।

সিনেমাটির পরিচালক জন ফ্রাঙ্কেনহাইমার ঘোষণা করেন যে, কিলমারের সঙ্গে তিনি আর কখনো কাজ করবেন না। সেই সময় অবশ্য এই অভিনেতার কুখ্যাতি ছিল যে তার সঙ্গে শুটিং সেটে কাজ করা কঠিন।

২০২১ সালে কিলমার তার জীবনের উত্থান-পতন নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেন। ‘ভ্যাল’ নামের এই তথ্যচিত্রটি কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। এতে ৪০ বছরের পুরনো হোম রেকর্ডিং এবং ক্যান্সার সার্জারির পর ভয়েস বক্স দিয়ে কথা বলার দৃশ্যও ছিল।

তিনি অভিনয় চালিয়ে গেছেন। দীর্ঘদিন পর ‘টপ গান’ সিনেমার সিক্যুয়েলে আইসম্যানের ভূমিকায় ফিরে আসাটা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

টম ক্রুজ সেসময় বলেছিলেন, “আমি ভ্যালকে বহু বছর ধরে চিনি। তার ফিরে এসে এই চরিত্রটি অভিনয় করা… তিনি এত শক্তিশালী অভিনেতা যে, তিনি মুহূর্তেই সেই পুরনো চরিত্রে আবার নিজেকে পরিণত করে ফেলেছিলেন।”

কিলমার একজন শিল্পীও ছিলেন। তিনি প্রায়ই তার সিনেমার চরিত্রগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ছবি আঁকতেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত