প্রথমশ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের বোলারদের ইনিংসে ৭ উইকেট নেওয়ার নজীর আছে বেশ কয়েকবার। সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। সাকিব, মেহেদি হাসান মিরাজ ও এনামুল হক জুনিয়র একবার করে সাত উইকেট নিয়েছিলেন।
সেই তালিকায় আগেই নাম লিখিয়েছিলেন রাকিবুল হাসান। ৫৬ রানে ৮ উইকেট তার এক ইনিংসে সেরা বোলিং ফিগার। ইনিংসে সেরা বোলিংয়ের সাফল্যকে এবার আরও একটু বাড়িয়ে নিলেন রাকিবুল। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ৬৪ রানে ৭ উইকেট নিয়েছেন এ স্পিনার।
রাকিবুলের এই পারফরম্যান্সে ম্যাচের প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ইমার্জিং দলের ৩০৮ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছে ২৪৩ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইমার্জিং দল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি ১ রানে ফিরেছেন, চৌধুরী রিজওয়ান ফিরেছেন ৪ রানে। ৭০ রানের লিড নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে নামবে বাংলাদেশ ইমার্জিং দল।
বৃষ্টি বিঘ্নিত দিনে নিউজিল্যান্ড ‘এ’ দলের দাপট
বৃষ্টিতে মিরপুরে খেলা বন্ধ ছিল অনেকটা সময়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পেসারদের সফল হওয়ার কথা ছিল। অথচ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে উল্টো নিউজিল্যান্ড ব্যাটাররাই তাদের ইনিংসে হওয়া ২৯ ওভারে দাপট দেখাল।
কার্টিস হিপি ৮৯ বলে ৪১ ও জো কার্টার ৬৬ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের জন্য সফল বোলার খালেদ। ওপেনার রাইস মারিউকে ১৪ রানে ফিরিয়েছেন খালেদ। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৫৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১ উইকেটে ১০৪ রানে তৃতীয় দিন শেষ করে।