Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

কোপার ফাইনালে পৌঁছে অলিম্পিকেরও টিকিট পেল ব্রাজিল

br1
[publishpress_authors_box]

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই দাপট ব্রাজিলের। এই টুর্নামেন্টে আগের ৯বারের মধ্যে ৮বারই চ্যাম্পিয়ন তারা। এবারও ফেবারিটের মত সেমিফাইনালে উরুগুয়েকে ৫–১ গোলে উড়িয়ে টানা পঞ্চম ফাইনাল নিশ্চিত করলেন মার্তারা। জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া। উরুগুয়ের গোলটি আত্মঘাতী।

ফাইনালে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছিল কলম্বিয়া। ২০২২ কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল–কলম্বিয়া। এক ঢিলে দুই পাখি মারার মত ফাইনালে পৌঁছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল ব্রাজিল।

পেনাল্টি থেকে গোল করেছেন মার্তা। করেছেন একটি অ্যাসিস্টও।

ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধের ২৭ মিনিটেই ৩ গোল আদায় করে ব্রাজিল। ১১তম মিনিটে সেলেসাও কিংবদন্তি মার্তার ক্রস আমান্দা গুতিয়েরেসের হেডে এগিয়ে যায় ব্রাজিল।

মিনিট দুয়েক বাদে বক্সের ভেতর বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গিও গারবেলিনি। ২৭ মিনিটে পেনাল্টি থেকে অপর গোলটি করেন মার্তা। ৫১ মিনিটে আত্মঘাতী গোলে উরুগুয়ে এক গোল ফেরালেও ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

৬৫ মিনিটে ফ্রি-কিক দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন আমান্দা গুতিয়েরেস। ম্যাচ শেষের চার মিনিট আগে বক্সের ভেতর থেকে করা জোরালো শটে দুদিনিয়ার গোলে ৫-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত