এক যুগেরও বেশি সময় মিরপুর স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে আছেন গামিনি ডি সিলভা। এই শ্রীলঙ্কান দায়িত্ব নেওয়ার পর কেটে গেছে ১৫ বছর। এতদিনে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। সেই গামিনির সময় এবার থামছে বাংলাদেশ ক্রিকেটে।
গামিনির জায়গায় শুধু নয়, নতুন দায়িত্ব দিয়ে আইসিসি স্বীকৃত পিচ কিউরেটর টনি হেমিংকে দায়িত্ব দেওয়া হচ্ছে আবার। এবার এই অস্ট্রেলিয়ান বিসিবির টার্ফ বিভাগের প্রধান হয়ে আসছেন।
দুই বছর আগে বিসিবিতে শুধুই পিচ কিউরেটর হিসেবে ছিলেন তিনি। শনিবার থেকেই নতুন দায়িত্ব শুরু হবে হেমিংয়ের। এবার তিনি শুধু মিরপুরের উইকেট নিয়েই নয়, কাজ করবেন দেশের সকল স্টেডিয়ামের উইকেট, আউটফিল্ড নিয়েও। টনি হেমিংয়ের অধিনেই পরিচর্যা করা হয়েছে সিলেট স্টেডিয়ামের উইকেটের।
বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী গামিনির চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর। কিন্তু শনিবার ১৭ দিনের প্রাপ্য ছুটি নিয়ে শ্রীলঙ্কায় চলে গেছেন এই কিউরেটর। আর ফিরবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ হেমিং দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিলে তার অধীনে আর কাজ করার ইচ্ছে থাকবে না গামিনির।
গামিনির কাজ নিয়ে বিসিবি সন্তুষ্ট কিনা এ ব্যাপারে জানতে চাইলে মিডিয়া চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, “এত বছর ধরে মিরপুরের উইকেট নিয়ে যা সমালোচনা হয়েছে তা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন। সেসবে আমরা সন্তুষ্ট না। এবার সবদিক বিবেচনায় বিশেষ করে ক্রিকেটারদের কথা বিবেচনায় আমরা চাইছি এই অবস্থার যেন পরিবর্তন হয়। তাই আমরা পিচ সেক্টরে আরও ভালো করার জন্য হেমিংকে এনেছি।”