Beta
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
Beta
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে শুরুতে বড় ধাক্কা বাংলাদেশের

bd-63
[publishpress_authors_box]

‘অনূর্ধ্ব-২৩ পর্যায়ে আমাদের ফলাফল বরাবরই ভালো না, তবে এই দলটার কিছু করার ক্ষমতা আছে’- ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। প্রধান কোচ সাইফুল বারী টিটুর অসুস্থতায় যিনি ডাগ আউট সামলেছেন। কিন্তু প্রত্যাশার সঙ্গে বাস্তবতা মিলল না! ভিয়েতনামের কাছে হেরেই অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভিয়েত ত্রি স্টেডিয়ামে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ১৫তম মিনিটে নুয়েন নক মি’র গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। আর ৮৩ মিনিটে লি ভিক্তরের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

শেখ মোরসালিন, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলামদের নিয়ে সাজানো বাংলাদেশ দল প্রায় একমাস ধরে প্রস্তুতি নিয়েছে। ভিয়েতনামের বাছাই পর্বে নামার আগে বাহরাইনে ক্যাম্প করেছে। স্বাগতিকদের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল টিটুর দল। কোচ থেকে শুরু করে খেলোয়াড়েরাও বাছাই পর্বে দারুণ শুরুর প্রত্যাশায় ছিলেন। কিন্তু ভিয়েতনামের চমৎকার ফুটবলের সামনে মোটেও সুবিধা করতে পারেনি।

ঘরের মাঠে শুরুতে থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে ভিয়েতনাম। দশম মিনিটে নুয়েন ফি হোয়াংয়ের নিচু শটে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল তাদের। বল পোস্টে লেগে ফিরে এলে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ। তবে মিনিট পাঁচেক পরই এগিয়ে যায় স্বাগতিকরা।

১৫তম মিনিটে নুয়েন দিনা বাকের চমৎকার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশের গোলকিপার শ্রাবণকে ফাঁকি দিয়ে জাল খুজে নেন নক মি। ১-০ গোলের লিড নেয় ভিয়েতনাম।

বাংলাদেশ অবশ্য প্রথমার্ধেই খেলার ফেরার দারুণ সুযোগ তৈরি করেছিল। ৩৫ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া মোরসালিনের বুলেট গতির শট কোনোমতে ফেরান ভিয়েতনামের গোলকিপার ত্রান ত্রাংক কিয়েন। গোলবঞ্চিত বাংলাদেশ।

বিরতির পর গোলশোধের চেষ্টা করতে থাকে বাংলাদেশ। তবে ভিয়েতনামের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে সুবিধা করতে পারেননি কিউবা মিচেলরা। উল্টো ৮৩ মিনিটে ভিয়েতনাম দ্বিতীয়বার জাল খুঁজে নিলে জয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। কর্নার থেকে উড়ে আসা বলে লি ডাকের হেড, এরপর গোলমুখের সামনে থেকে লি ভিক্তরের লক্ষ্যভেদ।

হার দিয়ে বাছাই পর্ব শুরু করায় এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথটা কঠিন হয়ে উঠল বাংলাদেশের। আশা বাঁচিয়ে রাখতে ইয়েমেনের বিপক্ষে পরের ম্যাচ জিততেই হবে কিউবা মিচেলদের। ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ৬ সেপ্টেম্বর।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত