Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

রিফাতের হ্যাটট্রিকে সেমিফাইনালে বাংলাদেশ

r6
[publishpress_authors_box]

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপেই নিজের প্রতিভা চেনান রিফাত কাজী। এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করলেন তিনি। রিফাতের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। অন্য গোলটি করেন মোহাম্মদ আরিফ।

টানা দুই জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৬। এর আগে প্রথম ম্যাচে নেপালকেও ৪-০ ব্যবধানে হারায় গোলাম রব্বানী ছোটনের দল। সাত দলের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। শেষ চারে ভারত না পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেটি নির্ধারিত হবে আগামীকাল ভারত–পাকিস্তান দুই দলের ম্যাচ শেষে।

ম্যাচ সেরা হয়েছেন রিফাত কাজী। ছবি : বাফুফে

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ১৮ মিনিটে গোল কিক নেন শ্রীলঙ্কার গোলরক্ষক সাথীন। তার নিচু করে নেওয়া শট বক্সের বাইরে পেয়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সেই শট লঙ্কান গোলরক্ষক ফেরালেওে মোহাম্মদ আরিফের ফিরতি শট আটকাতে পারেননি তিনি।

 ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান পাশ দিয়ে আক্রমণে ওঠা রিফাতের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জড়ায় জালে।

৬৪ মিনিটে গোলরক্ষক সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফেরালেও ফিরতি শটে গোল করেন রিফাত। ৮৮ মিনিটে হ্যাটট্রিকের স্বাদ পান তিনি। বক্সের সামনে ফয়সাল বাড়ানো ক্রসে বাঁ পায়ের নিচু শটে দূরের কোণ দিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর সেমিফাইনালে নিশ্চিত করে গ্রুপের সেরা হয়ে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত