Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নারী দলের বিশ্বকাপ যাত্রা বিতর্ক ছাপিয়ে প্রস্তুতির আক্ষেপ

Bangladesh women team
[publishpress_authors_box]

অফস্পিনার বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বল করতে চাননি। তাই বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকে। জান্নাতুল সুমনার পরিবর্তে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অপর স্পিনার নিশিতা আক্তার নিশি।

ভারতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের আগে দেশে শেষ সংবাদ সম্মেলনে এ নিয়ে একরকম মন্তব্য জানিয়েছেন কোচ সারোয়ার ইমরান, “পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিতের ম্যাচে বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বল করতে চাননি সুমনা। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং সাহসী একজন স্পিনারকেই দলে নিয়েছি।”

বিপরীতে সুমনা জানিয়েছেন, “ওই সময় আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। আমাদের ওই ম্যাচটায় ৩৯ ওভার পর্যন্ত ম্যাচ ধরে রাখতে হতো। আমাকে ডাকা হয় ৩৫তম ওভারে। তখন যদি আমি ১০-১২ রান দিয়ে দিতাম তাহলে দল নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারতো না। আমাকেই দোষ দেওয়া হতো কেন আগে অধিনায়ককে জানাইনি।”

এই বিতর্ক বাদ দিয়ে পর্যাপ্ত প্রস্তুতির আক্ষেপ ঝরেছে নিগার সুলতানা জ্যোতিদের কন্ঠে। বিশ্বকাপের আগে বড় কোন প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করা সহজ হতো বলে জানিয়েছেন অধিনায়ক।

তা উল্লেখ করেই জ্যোতি বলেছেন, “অবশ্যই বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি। আমরা একটি সিরিজ খেলেছি, এরপর তিন-চার মাস আর খেলিনি। একটি ব্যাটিং ইউনিটকে ভালো উইকেটে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হয়। পাকিস্তানে যখন খেলেছিলাম, এক ম্যাচ বাদে আমরা সব ম্যাচে দুই শর বেশি রান করেছি, যদিও সাধারণত আমাদের গড় ১৮০। সামনে চ্যালেঞ্জ আছে, কিন্তু আইসিসি টুর্নামেন্টে ভালো উইকেটে খেলার জন্য এটা দারুণ সুযোগ।”

তবুও নিজেদের সামর্থ্য দিয়ে টার্গেট করে ম্যাচ জিততে চায় বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল নারী দল। এবার আরও একটি প্রতিপক্ষকে হারানোর লক্ষ্য। সারোয়ার ইমরান জানিয়েছেন, “আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে ভালো খেলা। দুটি ম্যাচে ভালো করার সুযোগ আছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া অন্যান্য দলের সঙ্গেও…। আমরা কোন দলকেই বড় করে দেখছি না। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। গত বিশ্বকাপে আমরা পাকিস্তানকে হারিয়েছি। এবার আরও কিছু ম্যাচ জেতার জন্য যাচ্ছি।”

৮ দলের বিশ্বকাপ আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে, দুই স্বাগতিক ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে আগামী ২ অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত