আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে হারাল ভারত। আজ তৃতীয় দিনেই তারা জিতেছে ইনিংস ও ১৪০ রানে। ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে আজ তৃতীয় দিন ভারত তাদের প্রথম ইনিংসে ঘোষণা করে ৫ উইকেটে ৪৪৮ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটি করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৪৬ রানে। ভারত জয় পায় ইনিংস ও ১৪০ রানে।
প্রথম ইনিংসে ১০৪ রানে অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। মোহাম্মদ সিরাজ ৩টি ও কুলদীপ যাদব নেন ২ উইকেট। অহমেদাবাদের ২২ গজে প্রথম দিন থেকেই বল ঘুরেছে। ম্যাচের প্রথম দিন গড়ে বল ঘুরেছে ২.৪ ডিগ্রি। দ্বিতীয় দিন তা বেড়ে হয় ৩.৪ ডিগ্রি। শনিবার সকাল থেকে গড়ে বল ঘুরেছে ৩.৯ ডিগ্রি। সঙ্গে অসমান বাউন্স।
বল কখনও হাঁটুর নীচে নেমে গেছে তো কখনও লাফিয়ে উঠে বাউন্সারের মতো গেছে! ইনিংসের ৩৩তম ওভারে বুমরার বল অ্যালিক অ্যাথানাজের মাথায় লাগে। সমস্যা না হওয়ায় কনকাশন সাব নামাতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম টেস্টে জয় নিশ্চিত করেই তৃতীয় দিনের মধ্যাহ্নভোজ করতে যান রবীন্দ্র জাদেজারা।
এদিকে টেস্টের পর ভারতের ওয়ানডে অধিনায়কও হতে যাচ্ছেন শুবমান গিল। আজ আহমেদাবাদে প্রধান নির্বাচক অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বৈঠকের পর নিয়েছেন এমন সিদ্ধান্ত। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকইনফোসহ একাধিক ভারতীয় গণমাধ্যম দিয়েছে এই খবর। তাতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলা চ্যালেঞ্জের মুখে পড়বে রোহিতের।