Beta
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
Beta
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

হোবার্টে ‘সুন্দর’ জয়ে সিরিজে সমতা ভারতের

২৩ বলে ৪৯ রানের ঝড়ে ভারতকে জিতিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ছবি : ক্রিকইনফো
২৩ বলে ৪৯ রানের ঝড়ে ভারতকে জিতিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

লক্ষ্য ছিল ১৮৭ রান। হোবার্টের পিচে খুব কঠিন না হলেও ভারতের জন্য সহজও ছিল না রান তাড়া করাটা। তবে ওয়াশিংটন সুন্দরের ২৩ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংসে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পেয়েছে ভারত। সূর্যকুমারের দল তৃতীয় টি-টোয়েন্টি জেতায় পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরেছে ১-১’এ। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

সূর্যকুমার যাদবদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংয়ের। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। হোবার্টের ২২ গজে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট হারায় তারা। বাঁহাতি এই পেসার ফেরান ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিসকে (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে রান পাননি। তাকে আউট করেন বরুণ চক্রবর্তী।

ব্যর্থ মিচেল ওয়েনও (০)। তিনিও বরুণের শিকার। চার নম্বরে নেমে টিম ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণ করতে থাকেন। তাতেই গতি ফিরে অস্ট্রেলীয় ইনিংসে। তার সঙ্গে যোগ দেন ছয় নম্বরে নামা মার্কাস স্টোইনিস। ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান। ৮টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টোইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার এবং ২টি ছক্কা। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন ম্যাথু শর্ট। তিনি খেলেন ৩৯ বলে ৬৪ রানের ইনিংস।

ভারতের সফলতম বোলার অর্শদীপ ৩৫ রানে নেন ৩ উইকেট। ৩৩ রানে ২ উইকেট বরুণের। এ ছাড়া শিবম দুবে ৪৩ রানে নেন ১ উইকেট।

জবাবে আগ্রাসী মেজাজে শুরু করেন অভিষেক শর্মা। ১৬ বলে ২৫ রান করেন তিনি। রান পেলেন না আর এক ওপেনার শুবমান গিলও। সহ-অধিনায়কের ব্যাট থেকে আসে ১৫ রান। অধিনায়ক সূর্যও ১১ বলে ২৪ রান করে আউট হয়ে যান। বড় রান পাননি তিলক ভার্মা (২৯), অক্ষর প্যাটেলও (১৭)।

 শেষে ভারতীয় ইনিংসকে ভরসা দেন জীতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তাদের ব্যাটে ভর করেই সিরিজ় সমতা ফেরাল ভারত। ওয়াশিংটন অপরাজিত থাকলেন ২৩ বলে ৪৯ রানের ইনিংস খেলে। মারলেন ৩টি চার এবং ৪টি ছক্কা। জীতেশের ব্যাট থেকে এল ১৩ বলে ২২ রানের অপরাজিত ইনিংস। ৩টি চার মেরেছেন তিনিও। তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে উঠেছে ৪৩ রান।

৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস। তিনিই অস্ট্রেলিয়ার সফলতম বোলার। ২২ রানে ১ উইকেট নিয়েছেন স্টোইনিস।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত