Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এশিয়া কাপ শেষেই বাংলাদেশের আফগান-পরীক্ষা

afghanistan-vs-bangladesh-241559914-16x9
[publishpress_authors_box]

এক বছরেরও বেশি সময় পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। গত বছরের জুলাইয়ে ভারতে হওয়ার কথা ছিল সাদা বলের এই সিরিজটি। কিন্তু অতিরিক্ত খেলার চাপের কারণে ক্রিকেটারদের ওই সময় সিরিজটি খেলা থেকে বিরত রাখে বিসিবি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজটি আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ নয় বলে নিজেদের মধ্যে আলোচনা করে দিন-তারিখ ঠিক করার সুযোগ ছিল দুই বোর্ড। সেই মতো এশিয়া কাপ শেষে সূচি চূড়ান্ত করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড সূচি ঘোষণা করেছে।

২ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। অর্থাৎ, এশিয়া কাপের আয়োজক আরব আমিরাতেই বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানরা।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর ৮ দল নিয়ে আরব আমিরাতে হবে এশিয়া কাপ। এই প্রতিযোগিতাতেও গ্রুপ পর্বে দেখা হবে বাংলাদেশ-আফগানিস্তানের। ১৬ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপে লড়বে দল দুটি।

এশিয়া কাপ শেষ হতেই ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। কুড়ি ওভারের পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর।

টি-টোয়েন্টি শেষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো যথাক্রমে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

এশিয়া কাপের পরপরই সিরিজটি হওয়ায় ক্রিকেটারদের জন্য বাড়তি যাতায়াত খরচ বহন করতে হচ্ছে না বিসিবিকে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত