Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

বাংলাদেশ-কাতার ১০ চুক্তি ও সমঝোতা স্মারক

বাংলাদেশের সঙ্গে পাঁচটি চুক্তি করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বাংলাদেশের সঙ্গে পাঁচটি চুক্তি করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি চুক্তি হয়েছে। এছাড়া পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে দুই দেশের মধ্যে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে মঙ্গলবার এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।         

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে কাতারের আমির সোমবার দুদিনের সফরে ঢাকা আসেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এরপর তারা বৈঠকে বসেন।  

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমিরের সামনে উভয় দেশের মন্ত্রীরা চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।

বাংলাদেশ ও কাতারের মধ্যে হওয়া চুক্তিগুলো হচ্ছে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ, আইনি ক্ষেত্রে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা।

সমঝোতা স্মারকের মধ্যে আছে জনশক্তি কর্মসংস্থান (শ্রম), বন্দর (এমব্লিউএএনআই কাতার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ), শিক্ষা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ও চুক্তি শেষে কাতারের আমির বঙ্গভবনে যান। সেখানে তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন কাতারের আমির।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত