জাতীয় দলের ব্যস্ততা আপাতত নেই। দুই সপ্তাহের মতো ছুটিতেই থাকবেন নাজমুল হোসেন শান্তরা। তাই বলে বাংলাদেশের খেলাও ছুটিতে থাকবে এমনটা নয়। রীতিমতো হোম সিরিজের উৎসব চলবে এই সময়ে। একই সঙ্গে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, মিরপুর ও কক্সবাজারে হবে তিনটি হোম সিরিজ।
সিলেটে নিউজিল্যান্ড “এ” দলের বিপক্ষে লাল ও সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ “এ” দল। সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেটাররা। এছাড়া বাকি দুই সিরিজ হবে দক্ষিণ আফ্রিকার দলের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল বা এইচপি। ৪ মে থেকে বিসিবিতে রিপোর্টিং করতে বলা হয়েছে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের।
এই সিরিজের তিনটি ওয়ানডে হবে ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীতে। ২০ মে থেকে প্রথম চারদিনের ম্যাচ হবে চট্টগ্রামে আর ২৭ মে থেকে শেষ চারদিনের ম্যাচ হবে মিরপুরে।
দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের সিরিজ প্রথমে হবে চট্টগ্রামে। ৬ মে থেকে তিনটি ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে এই ভেন্যুতে। পরে ১৪ মে থেকে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে কক্সবাজারে। এই সিরিজের জন্য নারী দল এখনও ঘোষণ করেনি বিসিবি।
তবে পুরুষ ইমার্জিং দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে আছেন এইচপিতে নিয়মিত নেতৃত্বে থাকা আকবর আলি।
এদিকে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে “এ” দলের সিরিজে থাকছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মোস্তাফিজুর রহমান খেলবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এছাড়া পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, শামীম হোসেন, এবাদত ও শরিফুলরা আছেন এই সিরিজের দলে।
সিরিজটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস আর ইমার্জিং দলের সিরিজগুলো বিসিবির ইউটিউ পেজে সরাসরি দেখা যাবে।
বাংলাদেশ ইমার্জিং দল : আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল।