Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কোটি টাকার কাভা কাপ ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের

v6
[publishpress_authors_box]

বাংলাদেশে ছয় দেশের অংশগ্রহণে শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) কাভা কাপ ভলিবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের বাজেট ১ কোট ২০ থেকে ৩০ লাখ টাকা। এই টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ।

প্রতিপক্ষ মালদ্বীপকে আজ (বুধবার) উদ্বোধনী দিনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন লাল সবুজের ক্রীড়াবিদরা।

মালদ্বীপের বিপক্ষে তিন গেমের মধ্যে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্ট ছিল স্বাগতিকদের। এছাড়া দিনের অন্য দুই খেলায় তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে হারিয়েছে নেপালকে।

তবে তীব্রপ্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তানের ম্যাচ। শেষ পর্যন্ত শ্রীলংকা ৩-২ সেটে হারিয়েছে আফগানদের।

প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল-আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।

তিনি জানান, ‘‘এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় এক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেডারেশনের জন্য এটি একটি আন্তর্জাতিক মাইলফলক। আসুন আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে সফল করে তুলি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত