দেশের ফুটবলে গত কয়েক মৌসুম দাপট দেখিয়েছে বসুন্ধরা কিংস। এশিয়ার আঙিনায় অবশ্য নিজেদের মেলে ধরতে পারেনি তারা। চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বই পার হতে পারেনি পাঁচবারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়নরা। এবার আর্জেন্টাইন কোচ মারিও গোমেসের হাত ধরে ভাগ্য বদলের আশা করছে কিংস। আজ এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েত যাওয়ার আগে দারুণ কিছু করার প্রতিশ্রুতিই দিয়ে গেছেন গোমেস।
বেতন না পাওয়ায় দল ছেড়ে গেছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক। তাতে কিংসকে ঘিরে শুরু হয়েছে নেতিবাচক আলোচনা। এর মাঝেই তারা শক্তি বাড়িয়েছে ফর্টিস এফসির তিন বিদেশি ফুটবলার দলে অন্তর্ভুক্ত করে। কুয়েতগামি ফ্লাইটে কিংসের বহরে যোগ হয়েছেন ফর্টিস দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ইসা জেল্লো। সঙ্গে আছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোর।
দলে সবমিলিয়ে বিদেশি ফুটবলার ৭ জন। তাদের নিয়ে ভালো কিছুর আশায় কোচ মারিও গোমেস বললেন, ‘‘গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে ছেলেরা। মাঠে যদি ওরা সেরাটা দিতে পারে, তাহলে আমার বিশ্বাস দারুণ কিছুই হবে।’’
চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া এই গ্রুপের অন্য দুই দল ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।
২৫ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে আল সিবের বিপক্ষে। ২৮ অক্টোবর তারা খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচে মুখোমুখি হবে আল কুয়েতের।