এএফসি চ্যালেঞ্জ লিগে ওমানের চ্যাম্পিয়ন আল-সাইবের সঙ্গে পাল্লা দিয়েই খেলেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়লেও তারা লিড নিয়েছিল ২-১ গোলে।
তবে শেষ বেলায় খেই হারিয়ে বসুন্ধরা কিংস হারল ৩-২ ব্যবধানে। চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বটা জয় দিয়েই শুরু করতে চলেছেন তপু-রাকিবরা। মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের ক্লাব আল-আনসারের মুখোমুখি হবে কিংস।
আল-সাইব সপ্তম মিনিটে এগিয়ে যায় নাসের আল-রাওয়াহির গোলে। ওমানের ক্লাবটির বিপক্ষে কিংস বিরতির আগে ৪১ মিনিটে সমতা ফেরায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগুস্তোর গোলে। কর্নারের পর বল পেয়ে সাদ উদ্দিন বাম পায়ে জোরাল শট নিয়েছিলেন। বক্সে জটলার মধ্যে সেই বল পেয়ে রাফায়েল আগুস্তো প্রথম স্পর্শে বল জড়ান জালে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়।

৫৩ মিনিটে রাকিব হোসেন বাঁ পায়ের শটে কিংস এগিয়ে যায়। দোরিয়েলতনের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ড এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে জায়গা করে নেন বাঁকানো শট। তবে এই গোলটিতে আল-সিবের গোলরক্ষক দায় এড়াতে পারবেন না।
৬০ মিনিটে জহির আল আঘবারি সমতা ফেরান। ৭৭তম মিনিটে আব্দুলাজিজ আল মাকবালি বক্সের বাইরে থেকে শ্রাবণকে পরাস্ত করলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল-সাইব।



