Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

চারুকলায় শিল্পীদের পারফর্মেন্স আর্টে মুক্তিযুদ্ধ ও জুলাই গণভ্যুত্থান

charukola-performance-art-01
[publishpress_authors_box]

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধা জানাতে চারুকলায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী পারফর্মেন্স আর্ট- ‘শোন মহাজন আমরা হাজারজন’।

আয়োজনের প্রথম দিন শনিবারের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এবং টিএসসিতে। একাডেমির চারুকলা বিভাগের এই আয়োজন শুরু হয় বিকাল ৩টায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ছাত্র-জনতার স্বর অনুস্মরণে বহুত্ববাদী গণতন্ত্র, ধর্ম ও জাতি নিরপেক্ষ জনমুখী সংস্কৃতির বিকাশে এই আয়োজন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে শিল্পকলা কর্তৃপক্ষ জানিয়েছে।

আয়োজন নিয়ে চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের পারফরম্যান্স আর্টের শিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন। এটা অত্যন্ত তাৎক্ষণিক একটি বিষয়, যেটা শিল্পীরা তাদের স্বতঃস্ফুর্ত অংগ্রহণের মাধ্যমে করে থাকেন। ঠিক নাটক নয়, তবে অভিনয়ের মতো কিছু বিষয় থাকতে পারে। একজন বা অল্প কয়েকজন শিল্পীদের প্রচেষ্টায় এ ধরনের পারফরম্যান্স আর্ট আগে হলেও এতো সংখ্যক শিল্পীদের নিয়ে এ ধরনের আয়োজন আগে হয় নি।”

বিশ্ববিদ্যালয় এলাকায় ভিন্ন আঙ্গিকে পারফরম্যান্স আর্ট উপস্থাপন করেন ৪১ জন শিল্পী।

‘১৯৭১/২০২৪ শোন মহাজন আমরা হাজারজন’ শিরোনামে পারফরম্যান্সে অংশ নেন আফসানা শারমিন ঝুম্পা, আবু নাসের রবি, মোহাম্মদ জাহিদ হোসেন, সুমনা আক্তার, ফারিয়া খানম তুলি, ইফাত রজোয়ানা রিয়া, সাজান রানা, হেলাল সম্রাট, সুমন বিশ্বাস, খাইরুল ইসলাম রানা এবং শিরীন আক্তার।

পরিবেশনাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দ্বিতীয় দিনের পারফরম্যান্স আর্ট উপস্থাপিত হবে বিকাল ৩টায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত