Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ছাত্রদল নেতা সাম্য হত্যা : দুই জন রিমান্ড শেষে কারাগারে

sammo-2
[publishpress_authors_box]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার আসামি রাব্বি ওরফে কবুতর রাব্বি ও মেহেদী হাসানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

শাহবাগ থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২৭ মে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ মে রাত ১১টার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময়  ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৪ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে হৃদয় ও নাহিদ হাসান পাপেল দোষ স্বীকার করে জবানবন্দি  দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত