Beta
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

কিউইদের ডানা কাটতে আজ ফিরছেন মারুফা

m7
[publishpress_authors_box]

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ১৭৮ রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিল বাংলাদেশ। ফাহিমা খাতুন-মারুফা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৯.৩ ওভারে ৬ উইকেটে ১০৩ রানে পরিণত হয় ইংলিশরা। একপ্রান্ত আগলে খেলতে থাকা হিদার নাইট ১১১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে জেতান ইংল্যান্ডকে।

সেই হারের হতাশা ভুলে আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার বললেন, ‘‘আগের ম্যাচটা এখন অতীত। চাইলেও সেটা ফেরাতে পারব না। আমাদের সামনে যে ম্যাচ, সেটাতেই মনোযোগ আমাদের। নিউজিল্যান্ড ম্যাচ নিয়েই চিন্তিত। ম্যাচে ভালো খেলতে যা যা করা দরকার, সেই প্রস্তুতি নিচ্ছি।’’

ইনসুইং ও লাইন-লেংথ ধরে বোলিংয়ের জন্য শুরু থেকেই নজর কাড়ছেন মারুফা আক্তার। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওভারের পর আর বল করতে পারেননি তিনি। মাংসপেশিতে অস্বস্তি থাকায় মারুফাকে নিয়ে ঝুঁকি নেয়নি দল। নিউজিল্যান্ডের ম্যাচের আগে তিনি পুরোপুরি সেরে উঠেছেন বলে বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন ক্রিকবাজকে।

কিউইদের ডানা কাটতে মারুফা খেলবেন বলে জানিয়েছেন তিনি, ‘‘ম্যাচের জন্য মারুফা প্রস্তুত। এখন তিনি বোলিং করতে পারছেন এবং কোনও ধরনের অস্বস্তি নেই। নিউজিল্যান্ড ম্যাচ মিস করতে পারেন বলে আলোচনা উঠলেও, সেটি এখন আর নেই। ইংল্যান্ড ইনিংসের শেষদিকেও তিনি বোলিংয়ে ফিরতে প্রস্তুত ছিলেন, তবে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত