Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

হাত না মেলালেও হাসলেন কৌর-সানা

হাত না মেলালেও টসের সময় পাশাপাশি দাঁড়িয়ে থেকে হেসেছিলেন ভারত-পাকিস্তানের অধিনায়ক। ছবি : এক্স
হাত না মেলালেও টসের সময় পাশাপাশি দাঁড়িয়ে থেকে হেসেছিলেন ভারত-পাকিস্তানের অধিনায়ক। ছবি : এক্স
[publishpress_authors_box]

গত ২৫ দিনে ২২ গজে চারবার মুখোমুখি হল ভারত-পাকিস্তান। তিনবার ছেলেদের এশিয়া কাপে, আর আজ নারী ওয়ানডে বিশ্বকাপে। ছেলেদের এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়রা। সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে নারী বিশ্বকাপেও। আজ কলম্বোয় নারী বিশ্বকাপে টসের সময় হাত মেলাননি ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা।

টসের জন্য বেশ কিছু ক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও ফতিমার দিকে ফিরেও তাকাননি হারমনপ্রীত। তবে কোনও একটি ঘটনায় দুই অধিনায়ককেই হাসতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই হারমনপ্রীতদের পরামর্শ দিয়েছিল পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর। তাই হারমনপ্রীত হাত মেলাননি ফাতিমার সঙ্গে।

টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক।

টসের সময় অবশ্য পরিবেশ ছিল তুলনায় হালকা। অন্তত গত এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল পরিবেশ। সম্ভবত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলেন আয়োজকরা। কারণ দু’দলের কোনও অধিনায়ককেই করমর্দন করার উদ্যোগ নিতে দেখা যায়নি।

এশিয়া ফাইনালের পর ভারতীয় দলকে ট্রফি দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাক ক্রিকেট সম্পর্কেরও অবনতি হয়েছে। তাই নারীদের বিশ্বকাপের এই ম্যাচ ঘিরেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই ফাতিমার সঙ্গে হাত না মিলিয়ে হারমনপ্রীত বুঝিয়ে দিলেন দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ এখনও কমেনি।

টস জিতে বোলিং নিয়েছে পাকিস্তান। ৯ ওভার শেষে ১ উইকেটে ৪৮ রান করেছে ভারত।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত