Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, গ্রেপ্তার একজন

aus3
[publishpress_authors_box]

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ খেলছে অস্ট্রেলিয়া। মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে ঘটে গেছে শ্লীলতাহানির ঘটনা। তা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।

মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ আজ এক বিবৃতিতে বলেছে, ‘‘অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে এক ক্যাফেতে হাঁটছিলেন। তখন দুই মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছিলেন তাঁদের। দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা পুলিশের কাছে প্রতিবেদন প্রকাশ করেছে।’’

২৩ অক্টোবর সন্ধ্যাবেলা ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্দোরে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা। তারা আছেন র‍্যাডিসন ব্লু হোটেলে।

তারা হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়।

দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার কথা জানতে পেরেই এসিপি হিমানি মিশ্র ওই দুই প্লেয়ারের সঙ্গে কথা বলেন। দুজনের বয়ান রেকর্ডের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়।

তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু করে পুলিশ। তাঁদের মধ্যে একজনের সাহায্যে অভিযুক্তের বাইকের নম্বর পাওয়া যায়। সেই সূত্র ধরে আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত