মেজর লিগ সকারে (এমএলএস) আজ ভোরে ন্যাশভিলকে ৫–২ গোল বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। জিওডিস পার্কে সফরকারীদের বড় জয়ের পথে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।
এছাড়া সতীর্থের একটি গোলেও সহায়তা করেন মেসি। ২০২৪ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আরেকটি মৌসুমের শেষ দিনেও করলেন ৩ গোল।
এই হ্যাটট্রিকে ২০২৫ এমএলএস গোল্ডেন বুট পুরস্কারও নিশ্চিত করেছেন। এবারই প্রথম এমএলএসে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠছে তাঁর হাতে। ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন মেসি। দুইয়ে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্গা গোল ২৪টি। ১৯টি গোলে সহায়তা করে অ্যাসিস্টের তালিকাতেও মেসি লিগে সবার ওপরে।
মেসির হ্যাটট্রিকে বড় জয়ের ম্যাচে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় তিনে থেকে নিয়মিত মৌসুম শেষ করে মায়ামি। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। গোল ও অ্যাসিস্টের যুগলবন্দিতে মৌসুমের সেরা ফুটবলার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জেতাটা সময়ের অপেক্ষা মেসির। মেজর লিগ সকারে গত মৌসুমেও এমভিপি জিতেছিলেন তিনি। লিগের ইতিহাসে আর কোনও ফুটবলার টানা দুই মৌসুমে সেরা হতে পারেননি।
এদিকে সৌদি প্রো লিগে অম্লমধুর এক দিন পার করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর চোখধাঁধানো এক গোলে সেই হতাশাও কাটিয়েছেন। পাশাপাশি দেখেছেন হলুদ কার্ডও!
আল ফাতেহকে ৫–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। আল আউয়াল পার্কে হ্যাটট্রিক করে আল নাসরের বড় জয়ের নায়ক রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স। অন্য গোলটি করেন কিংসলে কোমান।
প্রথমার্ধের যোগ করা সময়ে রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৫৯ মিনিটে তার নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন আল ফাতেহর গোলরক্ষক আমিন আল বুখারি। পরের মিনিটেই রোনালদোর বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট জালে আশ্রয় নেয়।