Beta
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

হামজাদের হারে হৃদয় ভেঙেছে লিটন-রিশাদদের

eq111
[publishpress_authors_box]

 ৯০ মিনিট শেষে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ পিছিয়ে ছিল ৩-২ গোলে। ইনজুরি টাইমের নবম  মিনিটে শমিত সোমের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচ ছিল ড্র’র পথে। কিন্তু একেবারে শেষ বেলার গোলে ৪-৩ ব্যবধানে হারতে হয়  হামজা চৌধুরী-শমিতদের। এমন হারে হৃদয় ভেঙেছে জাতীয় দলের ক্রিকেটারদেরও।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে হামজার চোখ থেকে অঝোরে ঝরতে থাকে অশ্রু। অশ্রুসিক্ত এই হামজার ছবি নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে শেয়ার করেছেন রিশাদ হোসেন। রিশাদ লিখেছেন, ‘‘শেষ মুহূর্তের গোলটা যেন হৃদয়ে ছুরির মতো বিঁধল। কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা ছিল বুকভরা গর্বের।’’

লিটন দাস নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে লিখেছেন, ‘‘মাথা উঁচু রাখো হামজা চৌধুরী। শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়া আসলেই হৃদয়বিদারক। তবে তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছ। সামনে হবে আশা করি। তোমাদের খেলা দেখে গর্বিত।’’

বাংলাদেশের এক সমর্থকের কান্নার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নুরুল হাসান সোহান পোস্ট করেছেন। সোহান লিখেছেন, ‘‘আমরা হয়তো ম্যাচটা হেরে গেছি। কিন্তু যে স্পিরিট দেখা গেছে, সেটা অসাধারণ। তোমাদের জন্য গর্ব হচ্ছে বাংলাদেশ।’’ তাসকিন আহমেদ লিখেছেন, ‘‘সামনে ভালো দিন আসছে। ইতিবাচক থেকো আর মাথা উঁচু রাখো।’’

ম্যাচশেষে সম্প্রচার চ্যানেলে নিজের হতাশার কথা জানান শমিত সোম, ‘‘শেষ মুহূর্তে গোল দিতে পারায় রোমাঞ্চিত। দেশের হয়ে গোল দিতে পেরে সম্মানিত বোধ করছি। তবে দিন শেষে আমি গোল না পেয়েও যদি বাংলাদেশ জিতত তাহলে ভালো হতো। দল না জিতলে গোলের মানে নেই। তাও খুশি গোল দিতে পারায়। আর এই অনুভূতিটা কোনো দিন ভুলব না। তবে মন খারাপ, ম্যাচ টাই করলে ভালো লাগতে। যদি জিততাম আরও ভালো লাগত।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত