Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এসএ গেমসের ক্যাম্পে উশুর কোচ মেজবাহ

মেজবাহ আহমেদ।
মেজবাহ আহমেদ।
[publishpress_authors_box]

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে এসএ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসের উশু প্রতিযোগিতার দীর্ঘমেয়াদী ক্যাম্প।  এই ক্যাম্পে উশুর তাউলু ইভেন্টের কোচ হিসেবে ফেডারেশন নিয়োগ দিয়েছে মেজবাহ উদ্দিনকে।

২০১০ এসএ গেমসে উশুতে সোনা জয়ী মেজবাহ তার অভিজ্ঞতা দিয়ে দেশকে আবারও সোনার পদক উপহার দিতে চান, “আমি এর আগে ২০১০ সালে উশুতে সোনা জিতেছিলাম। আমার সেই অভিজ্ঞতা খেলোয়াড়দের মাঝে ভাগাভাগি করতে চাই। দীর্ঘমেয়াদী এই অনুশীলনে আমি আশা করি এবার বাংলাদেশ উশু থেকে এসএ গেমসে সোনার পদক আনতে সক্ষম হবে।”

এর আগে উশু ফেডারেশন কুংফুর জন্য প্রথম বিদেশী কোনও কোচ এনেছে। তাকে সম্প্রতি বিমান বন্দরে অভ্যর্থনা জানান ২০১০ ঢাকা দক্ষিণ এশিয়ান গেমসে সোনাজয়ী এই কোচ মেজবাহ উদ্দিন। উশুর সাধারন সম্পাদক শিফু দিলদার হাসান দিলু বলেন, “আমরা দেশের কুংফুকে যুগোপযোগিত করতে এবং কুংফুকে এগিয়ে নিতে বিদেশি কোচ এনেছি। এতে আমাদের খুব একটা খরচা হচ্ছে না। কেবল থাকা-খাওয়াই দিচ্ছি। আশাকরি তার মাধ্যমে দেশের কুংফু খেলোয়াড়রা আরও ভাল কিছু করবে।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত