‘দ্য আই’ সিনেমার মধ্য দিয়ে অভিনেত্রী শ্রুতি হাসানের হলিউডে অভিষেক হচ্ছে। এই সিনেমার ট্রেইলার দেখেই অনেকেই তাকে প্রশংসা করেছেন। মালয়ালম এবং তেলেগু সিনেমার সুপারস্টার নায়িকা নয়নতারা এবার সেই তালিকায় সামিল হলেন।
থ্রিলারটির জন্য শ্রুতি হাসানের প্রশংসা করে নয়নতারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটি ট্রেইলার শেয়ার করেছেন এবং বার্তা দিয়ে শ্রুতিকে শুভকামনা জানিয়েছেন।
নয়নতারা লিখেছেন, “খুব ভালো শ্রুটজ।” শ্রুতির হলিউড যাত্রার প্রতি নয়নতারা এই সমর্থনে দুই নায়িকার ভক্তরাই প্রশংসা করেছেন।
ড্যাফনে শমন পরিচালিত ‘দ্য আই’ সিনেমায় শ্রুতি হাসান ‘দ্য লাস্ট কিংডম’ তারকা মার্ক রাওলির বিপরীতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। মনস্তাত্ত্বিক থ্রিলারটি বিশ্ব চলচ্চিত্র উৎসব সার্কিটে প্রদর্শনের পর সমালোচকদের কাছ থেকে স্বীকৃতি, প্রশংসা এবং ইতিবাচক পর্যালোচনা পাচ্ছে। ছবিটি সম্প্রতি ওয়েনচ ফিল্ম ফেস্টিভ্যালে তার ভারতীয় প্রিমিয়ার করেছে, যেখানেও এটি বেশ প্রশংসিত হয়েছে।
এদিকে, শ্রুতি হাসান তার তামিল ছবি ‘কুলি’ এবং ‘জন নায়গান’ নিয়েও ব্যস্ত। তিনি বর্তমানে পরিচালক লোকেশ কানাগরাজের বহুল প্রতীক্ষিত প্রকল্পে রজনীকান্তের সঙ্গে শুটিং করছেন। শ্রুতি হাসানের এইচ. বিনোথ পরিচালিত থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গান’-এও অভিনয় করার কথা রয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে নয়নতারার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ‘টেস্ট’, যেখানে আর মাধবন এবং সিদ্ধার্থও অভিনয় করেছেন। তিনি সুন্দর সি-এর ‘মুক্কুথি আম্মান ২’, ‘রাক্কাইয়ে’ এবং অন্যান্য বেশ কয়েকটি প্রকল্পের শুটিংও শেষ করছেন।