Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকায় সাত সকালে রাতের দ্বিগুণ বৃষ্টি

rain-cause-waterlog-in-dhaka-220925
[publishpress_authors_box]

যাই যাই করেও এবার যাচ্ছে না বর্ষা, আশ্বিনের শুরুতেও ঢাকার আকাশ মেঘেই ঢাকা থাকছে বেশিটা সময়। তারমধ্যে সাগরে লঘুচাপ। বৃষ্টি ঝরছে মাঝে-মধ্যেই।

রবিবার রাত থেকেই হালকা বৃষ্টিতে ভিজছিল ঢাকার বিভিন্ন এলাকা। রাত যত বাড়ছিল, বৃষ্টির মাত্রাও তত বাড়ছিল।

আবহাওয়া অধিদপ্তর তাদের পাত্রে জমা হওয়া পানির পরিমাণ মেপে দেখেছে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলি মিটার বৃষ্টি হয়েছে।

এরপর সকালে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি নামে ঝরঝরিয়ে। এবার অধিদপ্তর মেপে দেখল, সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলি মিটার পানি জমেছে বৃষ্টিপাত মাপার পাত্রে।

অর্থাৎ মধ্যরাত থেকে ভোর অবধি ছয় ঘণ্টায় যতটা বৃষ্টিপাত হয়েছিল, তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে সকালের তিন ঘণ্টায়।

প্রবল এই বৃষ্টিতে ডুবেছে ঢাকার বিভিন্ন সড়ক। স্কুল-কলেজ ও অফিসগামীদের পড়তে হয়েছে বিপাকে। কিছূ শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও অফিসগামীদের ভিজে কিংবা বাড়তি খরচ করেই ছুটতে হয়েছে কর্মস্থলে।

তার মধ্যে পুরান ঢাকার বংশালের নাজিরা বাজার চৌরাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে এক সাইকেলচালকের মৃত্যুর খবর এসেছে সংবাদমাধ্যমে।

বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু এখনও সক্রিয় থাকায় এমন বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির খবরও এসেছে।

অধিদপ্তর থেকে আসা সোমবার সকালের বুলেটিনে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়ে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

লঘুচাপের প্রভাবে সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে অধিদপ্তর, যা্ ঘনীভূত হতে পারে।

আগামী কয়েকদিন প্রায় সারাদেশের মেঘ-বৃষ্টির খেলা চলবে, এমনটাই দেখাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।  

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১১৬ মিলিমিটার। এছাড়া নোয়াখালীর মাইজদী কোর্টে ৯০ মিলিমিটার এবং চট্টগ্রামের সন্দ্বীপে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত