Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

৭৫ বছর পর ডার্বিতে রিয়ালের জালে ৫ গোল

890
[publishpress_authors_box]

নিজেদের হারিয়ে খুঁজছিল আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় প্রথম ৬ ম্যাচে কেবল ২ জয় ছিল তাদের। রিয়াল মাদ্রিদ জাবি আলোনসোর হাত ধরে ছিল অপ্রতিরোধ্য। প্রথম ৬ ম্যাচের জিতেছিল ৬টিই। সেই রিয়ালকে ‘মাদ্রিদ ডার্বি’তে বিধ্বস্ত করল আতলেতিকো।

মেত্রোপলিতানোয় ৫–২ গোলে রিয়ালকে হারিয়ে দিয়েগো সিমিওনের দল। ৭৫ বছর পর ডার্বিতে ৫ গোল হজম করল রিয়াল। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে আতলেতিকোর কাছে হেরেছিল তারা। আতলেতিকোর হয়ে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেস। আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। একবার করে বল জালে পাঠান রবিন লে নরমান্দ, আলেক্সান্দার সরলথ ও আন্তোয়ান গ্রিজমান। রিয়ালের হয়ে একটি করে গোল কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলেরের।

ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো মেনে নিয়েছেন বাস্তবতাটা, ‘‘এই ফলটা কষ্টের তবে আতলেতিকোর জয়টা প্রাপ্য ছিল। খুব খারাপ একটা ম্যাচ খেলেছি। বল পায়ে বা বল ছাড়াও যে মানের খেলা দরকার ছিল সেটা পারিনি। এই হারের কোনও অজুহাত নেই। আশা করছি ফলটা আমাদের ভবিষ্যতে সাহায্য করবে।’’

পেনাল্টি ও ফ্রিকিক থেকে ২ গোল করেছেন আলভারেস।

অথচ ম্যাচে ৬২.৯ শতাংশ বলের দখল নিয়ে খেলেছিল রিয়াল। তবে আতলেতিকোর রক্ষণের দৃঢ়তায় পোস্টে শট নিতে পেরেছিল কেবল ৬টি। সেখানে আতলেতিকো পোস্টে ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৭টি।

এমন হারেও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে আর আতলেতিকো মাদ্রিদ ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

১৪তম মিনিটে গিলিয়ানো সিমিওনের পাসে আতলেতিকোকে এগিয়ে দেন স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দ। ২৫তম মিনিটে আর্দা গুলেরের অ্যাসিস্টে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। এবারের লা লিগায় ৭ ম্যাচে এটা তার অষ্টম গোল।

৩৬তম মিনিটে বাইলাইন থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে রিয়ালকে ২-১ গোলে এগিয়েও দেন গুলের। তবে বাকি সময়টা পুরোই আতলেতিকোর।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের অ্যাসিস্টে হেডে ২-২ সমতা ফেরান সরলথ। ৪৯তম মিনিটে পেনাল্টিতে ৩–২ করেন আলভারেস।

৬৩তম মিনিটে ফ্রিকিক থেকে ৪-২ করেন তিনিই। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠুকেন গ্রিজমান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত