Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

চেনা রূপে লিভারপুল, রিয়ালের তিনে তিন

b1
[publishpress_authors_box]

নিজেদের হারিয়ে খুঁজছিল লিভারপুল। হেরেছিল টানা চার ম্যাচ। অবশেষে চেনা বিধ্বংসী রূপে ফিরল তারা। চ্যাম্পিয়নস লিগে জার্মানির আইনট্রাখট  ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেছেন উগো একিতিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো ও ডমিনিক সোবোসলাই।

দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠেছে লিভারপুল। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। তাদের সমান ৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও আর্সেনালের। পয়েন্ট সমান হলেও গোল গড়ে রিয়াল আছে পাঁচে।

জুড বেলিংহামের গোলে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। অথচ ম্যাচ জুড়ে তারা পোস্টে শট নিয়েছিল ২৮টি! এবারের লিগ পর্বে এ নিয়ে প্রথম তিনটি ম্যাচই জিতল রিয়াল।

ফল

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ১-৫ লিভারপুল

চেলসি ৫-১ আয়াক্স

রিয়াল মাদ্রিদ ১-০ জুভেন্টাস

বায়ার্ন মিউনিখ ৪-০ ক্লাব ব্রুগা

মোনাকো ০ : ০ টটেনহাম

আতালান্তা ০ : ০ প্রাগ

অ্যাথলেতিক ৩ : ১ কারাবাগ

রিয়াল গোলটি পায় ৫৭তম মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লাগলে ফিরতি বল সহজেই জালে জড়ান বেলিংহাম। ২০২৫-২৬ মৌসুমে এটি তার প্রথম গোল। জুলাইয়ে কাঁধের অস্ত্রোপচারের পর থেকে দীর্ঘসময় পুনর্বাসনে ছিলেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগাকে। গোল করেছেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন।

বড় জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসিও। স্টামফোর্ড ব্রিজে ডাচ ক্লাব আয়াক্সকে ৫-১ গোলে হারিয়েছে এনজো মারেসকার দল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত