Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সেলেনা গোমেজের ভাইরাল এনগেজমেন্ট রিংয়ের দাম কত

Selena Gomez
[publishpress_authors_box]

সেলেনা গোমেজ আর বেনি ব্লাঙ্কোর আংটি বদলের ঘটনা নেট দুনিয়ায় তুলেছে আলোড়ন। সামাজিক যোগাযোগে সেলেনা গোমেজ আংটির ছবি পোস্ট করলে ভক্ত অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “চিরকালের শুরু হলো আজ…।” ক্যাপশনেই সবাই বুঝে নেয় ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বিশ্বনন্দিত এই গায়িকা। এই ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানায়।

অন্যদিকে, সেলেনাকে ব্লাঙ্কোর দেওয়া চমৎকার এই আংটির দাম নিয়ে গুঞ্জন উঠেছে। ভক্ত অনুরাগীদের মাথায় ঘুরছে একটিই প্রশ্ন-

সুন্দর এই আংটির দাম কত?

ধারণা করা হচ্ছে আংটির মূল্য ১ মিলিয়ন ডলারেরও বেশি।

বিয়ের আংটি বিশেষজ্ঞ লরা টেইলর জানান, এই আংটির মাঝখানে “মারকুইজ কাট হীরা” ব্যবহার করা হয়েছে। যা কিনা আনুমানিক ৮ ক্যারেটের। আর মারকুইজ কাট হীরাটি বসানো হয়েছে সোনার আস্তরণের ওপর।

এদিকে সেলেনার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা ওই ছবির নিচে মন্তব্য করেছেন টেইলর সুইফট। মন্তব্যে উচ্ছসিত টেইলর সুইফট, সেলেনা ব্লাঙ্কো জুটির বিয়েতে স্বেচ্ছায় “ফ্লাওয়ার গার্ল” হবার ইচ্ছা প্রকাশ করছেন। সময়ের অন্যতম জনপ্রিয় এই গায়িকা লিখেছেন, “হ্যাঁ, ফ্লাওয়ার গার্ল হবো আমি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত