Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রোহিতের ১২১ কোহলির ৭৪, হোয়াইটওয়াশ এড়াল ভারত

c5
[publishpress_authors_box]

সিডনিতে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া নেমেছিল ভারতকে হোয়াইটওয়াশ করতে। রোহিত শর্মা ও বিরাট কোহলি যেদিন জ্বলে ওঠেন, সেদিন তাদের থামানো কঠিন। রোহিতের ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংসে ভারত পেয়েছে ৯ উইকেটের জয়। অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে ভারত ৩৮.৩ ওভারে ১ উইকেটে করল ২৩৭ রান।

শুধু রোহিতই নন, কোহলিও গত কদিন ধরে চলতে থাকা সমালোচনার জবাব দিয়েছেন মাঠে। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া কোহলি আজ সিডনিতে খেলেছেন ৮১ বলে ৭৪ রানের চোখ জুড়ানো ইনিংস।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি সহজ জয় এনে দিয়েছে ভারতকে। তাতে ওয়ানডে অধিনায়ক হিসাবে প্রথম জয় পেলেন শুবমান গিল।

বহু দিন পর রোহিত-কোহলি জুটির দাপট দেখলেন ক্রিকেটপ্রেমীরা। তারা বুঝিয়ে দিলেন, বয়স ৩৬-৩৮ বছর যাই হোক, মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডদের মতো বোলারদের শাসন করার মতো ক্ষমতা এখনও রয়েছে। বুঝিয়ে দিলেন, ঠিকঠাক শট মারলে বল বাউন্ডারি লাইন পেরিয়ে গিয়েই থামে।

সাত মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন দুজনই। প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাড়ে চার মাস। রো-কো দু’ম্যাচে প্রত্যাশাপূরণ করতে পারেননি। তাতেই গেল গেল রব উঠে গিয়েছিল। তাদের ক্রিকেট ভবিষ্যতকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল অনিশ্চয়তার কানা গলিতে। ভারতীয় দলের দুই সিনিয়র ব্যাটার জুটি বেঁধে খোলস ছাড়তেই ঝকঝকে দেখাল দলকে।

১৯৮৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয়নি ভারতীয় দল। ৪১ বছর পর সেই লজ্জার মুখে দাঁড়িয়ে ছিল ভারত। এ যাত্রা লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিল রো-কো জুটি। ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনা শুরু করে দেওয়া গৌতম গম্ভীরও স্বস্তি পেলেন নিশ্চয়ই।

১০৫ বলে ওয়ানডেতে নিজের ৩৩তম সেঞ্চুরি করলেন রোহিত। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১২৫ বলে ১২১ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে এল ১৩টি চার এবং ৩টি ছয়। ২২ গজের অন্য প্রান্তে কোহলি অপরাজিত থাকলেন ৮১ বলে ৭৪ রান করে। মারলেন ৭টি চার। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা।

এর আগে ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ৫৬ করেছিলেন ম্যাট রেনশ। ৪ উইকেট নেন হরষিত রানা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত