Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আবারও নিষিদ্ধ স্প্রিন্টার জহির রায়হান

জহির রায়হান ।
জহির রায়হান ।
[publishpress_authors_box]

শৃঙ্খলা ভঙ্গের দায়ে এর আগেও নিষিদ্ধ হয়েছিলেন স্প্রিন্টার জহির রায়হান। ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেটকে। জহিরের আবেদনের প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা পরবর্তী তুলে নেওয়া হয়েছিল।

তবে বুধবার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আবারও তাকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। গত ২১-২৩ মার্চ চীনে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হিটে বাদ পড়ার পর গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগে তাকে এবার নিষেধাজ্ঞা দিয়েছে ফেডারেশন।

এছাড়া ঈদের ছুটির পর জাতীয় দলের ক্যাম্পেও তিনি আর যোগ দেননি। এসব ব্যাপারে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয় তাকে। কিন্তু এসবের কোনও জবাবও দেননি জহির। সব মিলিয়েই এই শাস্তি দেওয়া হয়েছে তাকে। এর ফলে আগামী ছয় মাস ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। কোনও ক্যাম্পেও যোগ দিতে পারবেন না। আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে।

বারবার এভাবে নিষেধাজ্ঞায় পড়ার বিষয়টি এক রকমের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন জহির, “আসলে আমাকে নিয়ে হয়তো ষড়যন্ত্র হচ্ছে। সামনে এসএ গেমস। আমার মনোযোগ যেন অন্য দিকে থাকে, ট্র্যাক থেকে ফিরিয়ে দেওয়া হয় মনোযোগ, এই কারণেই আমার বিরুদ্ধে এই শাস্তি। আমি ওয়ার্ল্ড ইনডোরে বাদ পড়ার পর মিথ্যা কথা তো কিছু বলিনি। আমি চুরিও করিনি। কোনও অন্যায়ও করিনি। যেটা সত্যি সেটাই বলেছি। এভাবে চলতে থাকলে তো সত্য কথাও বলা যাবে না। আমি এই শাস্তির বিরুদ্ধে আপিল করব।”

স্প্রিন্টার জহির রায়হান। ছবি: সংগৃহীত

এর আগে টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন জহির রায়হান। বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার ছয় মাসের মধ্যেই তখন কালো অধ্যায়ে নাম উঠে যায় এই অ্যাথলেটের।

ধর্ষণ মামলায় কারাগারে যাওয়া এবং বিনা অনুমতিতে প্রশিক্ষন শিবিরে অনুপস্থিত থাকায় টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করা অ্যাথলেট জহির রায়হানকে অর্নিদিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত