Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

বিচিত্র পেশায় বেঁচে থাকা

নদীর পাড়ের দিকে, যেখানে পানি কম সেই ধার ধরে হেঁটে যান এই নারী। হেঁটে হেঁটে সংগ্রহ করেন প্লাস্টিকের নানা ধরনের ভাসমান সামগ্রী। সদরঘাটের শ্যামবাজার এলাকার পাইকারি আড়তের ঘাট থেকে তোলা ছবি।
নদীর পাড়ের দিকে, যেখানে পানি কম সেই ধার ধরে হেঁটে যান এই নারী। হেঁটে হেঁটে সংগ্রহ করেন প্লাস্টিকের নানা ধরনের ভাসমান সামগ্রী। সদরঘাটের শ্যামবাজার এলাকার পাইকারি আড়তের ঘাট থেকে তোলা ছবি।
বুড়িগঙ্গায় ভেসে যাওয়া এমন আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিসটি সংগ্রহ করা এখন অনেকেরই পেশা। সদরঘাটের শ্যামবাজার এলাকা থেকে তোলা ছবি।
বুড়িগঙ্গায় ভেসে যাওয়া এমন আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিসটি সংগ্রহ করা এখন অনেকেরই পেশা। সদরঘাটের শ্যামবাজার এলাকা থেকে তোলা ছবি।
ছোট্ট নৌকা ভর্তি করে তোলা হয়েছে নদী থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক সামগ্রী। এখন সেগুলো নেওয়া হচ্ছে বিক্রির জন্য। ছবি : সকাল সন্ধ্যা
ছোট্ট নৌকা ভর্তি করে তোলা হয়েছে নদী থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী। এখন সেগুলো নেওয়া হচ্ছে বিক্রির জন্য। এই পেশায় কোনও ছুটির দিন নেই, নেই মে দিবসও। ছবি : সকাল সন্ধ্যা
চলে যাওয়ার পথে ব্যস্ত চোখে শেষবার চোখ বুলিয়ে নিচ্ছেন পানিতে। যদি আরও কিছু পতিত সামগ্রী মেলে ভেসে যাওয়া আবর্জনার মধ্যে, সেই আশায়। সদরঘাটের শ্যামবাজার এলাকা থেকে তোলা ছবি।
পাশের আবর্জনার ভাগাড়ে ফেলা হয়েছিল নষ্ট হয়ে যাওয়া আদা। সেখান থেকে তুলে এনে তুলনামূলক ভালো অংশ বাছাই করছেন এই নারী। শ্যামবাজারের পাইকাররি আড়তের ঘাট থেকে তোলা ছবি।
পাশের আবর্জনার ভাগাড়ে ফেলা হয়েছিল নষ্ট হয়ে যাওয়া আদা। সেখান থেকে তুলে এনে তুলনামূলক ভালো অংশ বাছাই করছেন এই নারী। শ্যামবাজারের পাইকাররি আড়তের ঘাট থেকে তোলা ছবি।
নষ্ট আদার মধ্যে থেকে ভালো অংশটুকু বাছাই সহজ কাজ নয়। ছবি : সকাল সন্ধ্যা
নষ্ট আদার মধ্যে থেকে ভালো অংশটুকু বাছাই সহজ কাজ নয়। শ্রমিক দিবস বলে কাজ ফেলে বসে থাকার কোনও সুযোগও নেই। ছবি : সকাল সন্ধ্যা
ব্যস্ত হাতে আদার নষ্ট অংক কেটে ফেলে ভালো অংশটুকু সংগ্রহ করছেন এক নারী। শ্যামবাজারের বুড়িগঙ্গা সংলগ্ন পাইকারি আড়তের ঘাট থেকে তোলা ছবি।
ব্যস্ত হাতে আদার নষ্ট অংক কেটে ফেলে ভালো অংশটুকু সংগ্রহ করছেন এক নারী। শ্যামবাজারের বুড়িগঙ্গা সংলগ্ন পাইকারি আড়তের ঘাট থেকে তোলা ছবি।

আরও পড়ুন