থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ৯–০ গোলে হেরেছিল তারা। দীর্ঘ ১২ পর আবারও আজ মুখোমুখি হল দুই দল।
ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। বিরতির আগে ১-০ গোলে পিছিয়ে ছিলেন ঋতুপর্ণারা। বিরতির বাংলাদেশের জালে আরও ২ বার বল পাঠায় থাইল্যান্ড।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ঋতুপর্ণাদের শুরুটা হল হার দিয়ে।
বাফুফে ও থাই ফুটবল এসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোর রেখেছিল। সরাসরি সম্প্রচার না হওয়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খেলা দেখার সুযোগ পাননি। বাফুফে মিডিয়া বিভাগ তথ্য সরবারহ করলেও গোলদাতা ও গোলের সময় উল্লেখ করেনি।

থাইল্যান্ড এবার ভারতের কাছে হেরে এশিয়া কাপে খেলতে পারছে না। ফিফার র্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। সেখানে বাংলাদেশের র্যাংকিং ১০৪। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে। গত জুলাইয়ে ঋতুপর্ণা-আফাঈদাদের নারী এশিয়ান কাপ খেলা নিশ্চিত হয়। এরপর আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল তারা।



